পুরান ঢাকার অতীত দিনের কথা ( কিস্তি-১২২)

তাঁর উদ্যোগেই শফিউদ্দিনের ক্যাপিটাল প্রেস থেকে ছোট সাইজের প্রথম লিফলেটটি ছাপা ও বিলি হয়ে যায়। পাংখাপুলার বৈদ্যুতিক বাতি চালু হওয়ার আগে এবং পরেও পেশা হিসেবে একটি গ্রুপের সৃষ্টি হয়েছিল; ইংরেজিতে যাদের বলা হতো পাংখাপুলার, বাংলায় টানা পাংখাওয়ালা। এই পেশার প্রবর্তন করেছিল ইংরেজরা। কর্মস্থলে বা বাসায় প্রবল তাপ প্রতিরোধে ঘরে টানা পাখার বন্দোবস্ত করা হতো। ঘরের … Continue reading পুরান ঢাকার অতীত দিনের কথা ( কিস্তি-১২২)