পুরান ঢাকার অতীত দিনের কথা ( কিস্তি-১৩১)

এক পায়ে ঘাস বাঁধা হতো আর এক পা খালি থাকত এবং প্যারেডের সময় বলতো ‘ঘাস পাও খালি পাও….. পায়োনিয়ার ফোর্স ঢাকার পায়োনিয়ার ফোর্সের কথা খুব একটা শুনিনি। তথ্যও পাইনি। যতটুকু জানা গেছে, ১৯৪৪ সালে নেতাজী সুভাষচন্দ্র বসু আসামের পর ইম্ফলে পৌঁছে গেছেন। তখন “বাঙালিদের নিয়ে রাস্তাঘাট বানাবার ও গাছপালা কাটার জন্য সেনাবাহিনিতে ডাকা হলো। অভাবও … Continue reading পুরান ঢাকার অতীত দিনের কথা ( কিস্তি-১৩১)