০৭:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫
চীনে অবিবাহিত সন্তানদের জন্য পাত্র-পাত্রীর খোঁজে প্রবীণদের ভিড়—‘বিবাহবাজার’ হয়ে উঠেছে পার্ক নাসার সঙ্গে স্পেসএক্সের চাঁদ মিশনে অনিশ্চয়তা—এলন মাস্কের তীব্র আক্রমণ শন ডাফির বিরুদ্ধে কেভিন পার্কারের নতুন অ্যালবাম ‘ডেডবিট’: প্রযুক্তিগত পরিপূর্ণতায় হারিয়ে যাওয়া মানবিক স্পর্শ বিএনপি, জামায়াতের চোখে বিতর্কিত উপদেষ্টা কারা মোহাম্মদপুরে ভয় ও অনিশ্চয়তার ছায়া—এক বছরে বেড়েছে বোমা বিস্ফোরণ, গ্যাং সহিংসতা ও সন্ত্রাসী কর্মকাণ্ড ধানের শীষে ভোট দিন’ -তালিমুদ্দিন মাদ্রাসা মাঠে জনসভায় বিএনপি নেতা কাজী গনি চৌধুরীর বক্তব্য দুর্যোগ ও জরুরি পরিস্থিতিতে সহজলভ্য মানসিক স্বাস্থ্য সহায়তা নিশ্চিতের তাগিদ বিশেষজ্ঞদের বাংলাদেশে বিশ্বাসযোগ্য নির্বাচন জরুরি—জার্মান রাষ্ট্রদূত রুডিগার লোটজ জুলাই সনদকে নির্বাহী আদেশে স্বীকৃতি দেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান—সালাহউদ্দিনের বক্তব্যে আইনি প্রক্রিয়ার গুরুত্বের ওপর জোর মেধাভিত্তিক ইনক্রিমেন্ট ফের চালু—যোগ্য কর্মকর্তাদের প্রণোদনা দেবে বাংলাদেশ ব্যাংক

ইকবাল সিদ্দিকী স্কুল অ্যান্ড কলেজ ও কচি-কাঁচা একাডেমির বিজ্ঞান মেলা

  • Sarakhon Report
  • ০৫:১৫:২৩ অপরাহ্ন, শনিবার, ৯ নভেম্বর ২০২৪
  • 74

সারাক্ষণ ডেস্ক

গাজীপুর, ৯ই নভেম্বর ২০২৪: গাজীপুর সদর উপজেলাধীন নয়নপুরে অবস্থিত ইকবাল সিদ্দিকী এডুকেশন সোসাইটি পরিচালিত ইকবাল সিদ্দিকী স্কুল অ্যান্ড কলেজ ও কচি-কাঁচা একাডেমির যৌথ উদ্যোগে দিনব্যাপী বিজ্ঞান মেলা এবং আলোচনা সভার আয়োজন করা হয়।

আজ (শনিবার) কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত নবম বারের মত আয়োজিত এই বিজ্ঞান মেলার উদ্বোধন করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃ ষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শেখ শামীম হাসান।

ইকবাল সিদ্দিকী এডুকেশন সোসাইটির সদস্য সচিব জনাব হায়দার সিদ্দিকী উদয় এর সভাপতিত্বে এবং প্রভাষক জনাব শাহানা আক্তার শিলা ও সহকারী শিক্ষক জনাব রওশন আরা রুমি’র সঞ্চালনায় বিদ্যালয়ের সাযযাদ কাদির মঞ্চে অনুষ্ঠিত আলোচনা সভার শুরুতেই ইকবাল সিদ্দিকী এডুকেশন সোসাইটির প্রতিষ্ঠাতা সদ্য প্রয়াত প্রিন্সিপাল ইকবাল সিদ্দিকীর স্মৃতির প্রতি শদ্ধা জানিয়ে দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়। এরপর খুদে বিজ্ঞানীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন অধ্যাপক ড. শেখ শামীম হাসান। স্বাগত বক্তব্য রাখেন ইকবাল সিদ্দিকী এডুকেশন সোসাইটির প্রশাসনিক কর্মকর্তা জনাব মিঠুন সিদ্দিকী।

বিজ্ঞান মেলা ২০২৪ এর কুইজ প্রতিযোগিতায় ‘ক’ বিভাগ থেকে তৃতীয় হয়েছে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী সামিয়া জাহান, দ্বিতীয় হয়েছে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী জাহা আনজুম এবং প্রথম স্থান অর্জন করেছে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী নুসরাত জাহান ইফতি। ‘খ’ বিভাগ থেকে তৃতীয় হয়েছে অষ্টম শ্রেণির শিক্ষার্থী জাবির রায়হান, দ্বিতীয় হয়েছে অষ্টম শ্রেণির শিক্ষার্থী নাঈমা আফরোজ এবং প্রথম স্থান অর্জন করেছে অষ্টম শ্রেণির শিক্ষার্থী রিদোয়ান আহম্মেদ। ‘গ’ বিভাগ থেকে তৃতীয় হয়েছে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী মো. আব্দুল্লাহ, দ্বিতীয় হয়েছে একাদশ শ্রেণির শিক্ষার্থী মো. সাফায়াত হোসেন এবং প্রথম স্থান অর্জন করেছে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী আল-আমিন সরদার।

বিজ্ঞান মেলায় ‘ক’ গ্রুপ থেকে দ্বিতীয় রানার আপ হয়েছে পঞ্চম শ্রেণির ইফতির নেতৃত্বে রেডিয়েশন দলের ‘Home Security System’ প্রজেক্টটি। প্রথম রানার আপ হয়েছে পঞ্চম শ্রেণির সামিহা জাহানের নেতৃত্বে ইউরেনাস দলের ‘Save the earth’ প্রজেক্টটি এবং চ্যাম্পিয়ন হয়েছে পঞ্চম শ্রেণির সাইফুল্লার নেতৃত্বে নেপচুন দলের ‘বন্যার পানির স্রোত থেকে বিদ্যুৎ উৎপাদন’ প্রজেক্টটি। বিজ্ঞান মেলায় ‘খ’ গ্রুপ থেকে দ্বিতীয় রানার আপ হয়েছে অষ্টম শ্রেণির মাহিমের নেতৃত্বে দ্যা ইউনিভার্স দলের ‘Solar System’ প্রজেক্টটি। প্রথম রানার আপ হয়েছে অষ্টম শ্রেণির ইউশার নেতৃত্বে ইউশা তাজরিয়ান তানাজ দলের ‘Acid Rain’ প্রজেক্টটি এবং চ্যাম্পিয়ন হয়েছে ষষ্ঠ শ্রেণির রজিনের নেতৃত্বে বিজ্ঞানের আবষ্কার দলের ‘Gas production’ প্রজেক্টটি। বিজ্ঞান মেলায় ‘খ’ গ্রুপ থেকে দ্বিতীয় রানার আপ হয়েছে একাদশ শ্রেণির মুরাদের নেতৃত্বে B-7 দলের ‘Script-O-Matic’ প্রজেক্টটি। প্রথম রানার আপ হয়েছে দ্বাদশ শ্রেণির রবিনের নেতৃত্বে Black Clover দলের ‘Hydrollic JCB’ প্রজেক্টটি এবং চ্যাম্পিয়ন হয়েছে দ্বাদশ শ্রেণির আল-আমিনের নেতৃত্বে The Boys দলের ‘Sale and Advance’ প্রজেক্টটি।

সমাপনী পর্বে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ ও অংশগ্রহণকারী সকল খুদে বিজ্ঞানীদের প্রশংসাসূচক স্বীকৃতি প্রদান করা হয়। পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি অধ্যাপক ড. শেখ শামীম হাসান ও অনুষ্ঠান সভাপতি জনাব হায়দার সিদ্দিকী উদয়।

উল্লেখ্য, ইকবাল সিদ্দিকী স্কুল অ্যান্ড কলেজ ও কচি-কাঁচা একাডেমির মোট ৩৪৫ জন শিক্ষার্থী ৬৬ টি প্রজেক্ট বিজ্ঞান মেলায় প্রদর্শন করে।

জনপ্রিয় সংবাদ

চীনে অবিবাহিত সন্তানদের জন্য পাত্র-পাত্রীর খোঁজে প্রবীণদের ভিড়—‘বিবাহবাজার’ হয়ে উঠেছে পার্ক

ইকবাল সিদ্দিকী স্কুল অ্যান্ড কলেজ ও কচি-কাঁচা একাডেমির বিজ্ঞান মেলা

০৫:১৫:২৩ অপরাহ্ন, শনিবার, ৯ নভেম্বর ২০২৪

সারাক্ষণ ডেস্ক

গাজীপুর, ৯ই নভেম্বর ২০২৪: গাজীপুর সদর উপজেলাধীন নয়নপুরে অবস্থিত ইকবাল সিদ্দিকী এডুকেশন সোসাইটি পরিচালিত ইকবাল সিদ্দিকী স্কুল অ্যান্ড কলেজ ও কচি-কাঁচা একাডেমির যৌথ উদ্যোগে দিনব্যাপী বিজ্ঞান মেলা এবং আলোচনা সভার আয়োজন করা হয়।

আজ (শনিবার) কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত নবম বারের মত আয়োজিত এই বিজ্ঞান মেলার উদ্বোধন করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃ ষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শেখ শামীম হাসান।

ইকবাল সিদ্দিকী এডুকেশন সোসাইটির সদস্য সচিব জনাব হায়দার সিদ্দিকী উদয় এর সভাপতিত্বে এবং প্রভাষক জনাব শাহানা আক্তার শিলা ও সহকারী শিক্ষক জনাব রওশন আরা রুমি’র সঞ্চালনায় বিদ্যালয়ের সাযযাদ কাদির মঞ্চে অনুষ্ঠিত আলোচনা সভার শুরুতেই ইকবাল সিদ্দিকী এডুকেশন সোসাইটির প্রতিষ্ঠাতা সদ্য প্রয়াত প্রিন্সিপাল ইকবাল সিদ্দিকীর স্মৃতির প্রতি শদ্ধা জানিয়ে দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়। এরপর খুদে বিজ্ঞানীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন অধ্যাপক ড. শেখ শামীম হাসান। স্বাগত বক্তব্য রাখেন ইকবাল সিদ্দিকী এডুকেশন সোসাইটির প্রশাসনিক কর্মকর্তা জনাব মিঠুন সিদ্দিকী।

বিজ্ঞান মেলা ২০২৪ এর কুইজ প্রতিযোগিতায় ‘ক’ বিভাগ থেকে তৃতীয় হয়েছে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী সামিয়া জাহান, দ্বিতীয় হয়েছে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী জাহা আনজুম এবং প্রথম স্থান অর্জন করেছে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী নুসরাত জাহান ইফতি। ‘খ’ বিভাগ থেকে তৃতীয় হয়েছে অষ্টম শ্রেণির শিক্ষার্থী জাবির রায়হান, দ্বিতীয় হয়েছে অষ্টম শ্রেণির শিক্ষার্থী নাঈমা আফরোজ এবং প্রথম স্থান অর্জন করেছে অষ্টম শ্রেণির শিক্ষার্থী রিদোয়ান আহম্মেদ। ‘গ’ বিভাগ থেকে তৃতীয় হয়েছে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী মো. আব্দুল্লাহ, দ্বিতীয় হয়েছে একাদশ শ্রেণির শিক্ষার্থী মো. সাফায়াত হোসেন এবং প্রথম স্থান অর্জন করেছে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী আল-আমিন সরদার।

বিজ্ঞান মেলায় ‘ক’ গ্রুপ থেকে দ্বিতীয় রানার আপ হয়েছে পঞ্চম শ্রেণির ইফতির নেতৃত্বে রেডিয়েশন দলের ‘Home Security System’ প্রজেক্টটি। প্রথম রানার আপ হয়েছে পঞ্চম শ্রেণির সামিহা জাহানের নেতৃত্বে ইউরেনাস দলের ‘Save the earth’ প্রজেক্টটি এবং চ্যাম্পিয়ন হয়েছে পঞ্চম শ্রেণির সাইফুল্লার নেতৃত্বে নেপচুন দলের ‘বন্যার পানির স্রোত থেকে বিদ্যুৎ উৎপাদন’ প্রজেক্টটি। বিজ্ঞান মেলায় ‘খ’ গ্রুপ থেকে দ্বিতীয় রানার আপ হয়েছে অষ্টম শ্রেণির মাহিমের নেতৃত্বে দ্যা ইউনিভার্স দলের ‘Solar System’ প্রজেক্টটি। প্রথম রানার আপ হয়েছে অষ্টম শ্রেণির ইউশার নেতৃত্বে ইউশা তাজরিয়ান তানাজ দলের ‘Acid Rain’ প্রজেক্টটি এবং চ্যাম্পিয়ন হয়েছে ষষ্ঠ শ্রেণির রজিনের নেতৃত্বে বিজ্ঞানের আবষ্কার দলের ‘Gas production’ প্রজেক্টটি। বিজ্ঞান মেলায় ‘খ’ গ্রুপ থেকে দ্বিতীয় রানার আপ হয়েছে একাদশ শ্রেণির মুরাদের নেতৃত্বে B-7 দলের ‘Script-O-Matic’ প্রজেক্টটি। প্রথম রানার আপ হয়েছে দ্বাদশ শ্রেণির রবিনের নেতৃত্বে Black Clover দলের ‘Hydrollic JCB’ প্রজেক্টটি এবং চ্যাম্পিয়ন হয়েছে দ্বাদশ শ্রেণির আল-আমিনের নেতৃত্বে The Boys দলের ‘Sale and Advance’ প্রজেক্টটি।

সমাপনী পর্বে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ ও অংশগ্রহণকারী সকল খুদে বিজ্ঞানীদের প্রশংসাসূচক স্বীকৃতি প্রদান করা হয়। পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি অধ্যাপক ড. শেখ শামীম হাসান ও অনুষ্ঠান সভাপতি জনাব হায়দার সিদ্দিকী উদয়।

উল্লেখ্য, ইকবাল সিদ্দিকী স্কুল অ্যান্ড কলেজ ও কচি-কাঁচা একাডেমির মোট ৩৪৫ জন শিক্ষার্থী ৬৬ টি প্রজেক্ট বিজ্ঞান মেলায় প্রদর্শন করে।