সারাক্ষণ ডেস্ক
আগামীকাল থেকে চায়নার সর্বোচ্চ রাজনৈতিক নীতি নির্ধারক চায়নিজ পিপলস পলিটিকাল কনসালটিভ এর কনফারেন্স শুরু হতে যাচ্ছে বেইজিং এ।
এর সঙ্গে সঙ্গে সপ্তাহব্যাপি আইনপ্রণেতাদের সেশন যা ” টু সেশন” হিসেবে পরিচিত সেটাও শুরু হবে। প্রধানমন্ত্রী লি কুই ওই সেশনে ন্যাশনাল পিপল কংগ্রেসের রিপোর্ট পেশ করবেন।
এবং মঙ্গলবার তিনি ২০২৪ এর জাতীয় বাজেটের সামাজিক ও অর্থনৈতিক পলিসি’র খসড়া উপস্থাপন করবেন।
ধারণা করা হচ্ছে, বুদ্ধিজীবি, ব্যবসায়ী ও সমাজের অনান্য গুরুত্বপূর্ণ ব্যাক্তি মিলে পাঁচ হাজারের মতো প্রতিনিধি সেখানে উপস্থিত থাকবেন। এই সেশনগুলোর অধিকাংশ মিটিং সব সময়ই রুদ্ধদ্বার হয়ে থাকে।
Leave a Reply