পৃথিবীতে মানুষকে সফল হতে হলে সব ক্ষেত্রে নেতৃত্বের গুনাবলী অর্জন করতে হয়। নেতা মানে কখনও এই নয় যে সে অন্যকে নেতৃত্ব দিবে। নিজের প্রতিটি কাজের নেতাও নিজেকে হতে হয়। এ কারণে জীবনে সব থেকে বেশি প্রয়োজন নেতৃত্বের গুনগুলো নিজের জীবনা চারণের মধ্যে নিয়ে আসা। মানুষ দীর্ঘ অভিজ্ঞতা ও সফল মানুষের জীবন বিশ্লেষণ করে নেতৃত্বের নানান গুন বা আচরণ নির্ধারণ করেছে।
সারাক্ষণে ধারাবাহিকভাবে প্রকাশ করা হবে তেমনি কিছু স্মার্ট নেতা হবার গুনাবলী।
নেতাকে গল্প লিখতে হয়
পৃথিবীর অন্যতম বড় নেতাদের একজন পাবলো পিকাসো। পিকাসো তাঁর ড্রয়ইং এর খাতায় ভবিষ্যত পৃথিবীর জন্যে একের পর এক গল্প লিখে রেখে গিয়েছিলেন, শুধু মাত্র রেখার টানে।
স্মার্ট নেতাকে অবশ্যই ভাষায় হোক, রেখায় হোক আর কল্পনায় বা স্বপ্নে হোক তাকে গল্প লিখতে হয়। আর এখানে স্বপ্ন অর্থ এ নয় যে মানুষ যা ঘুমের ভেতর দেখে। স্বপ্ন তাই যা মানুষ জেগে থেকে, সব থেকে সচেতন মুহূর্তে এবং চরমতম দুঃসময়ে বসে দেখে।
মানুষের এই স্বপ্ন বোনা বা ভবিষ্যত-বোনাই হলো প্রকৃত গল্পটি লেখা।
যেমন ধরা যাক, রবীন্দ্রনাথের নিতান্ত প্রেমের গল্প বা একটি আপনে খেয়ালে চলা কিশোরী মেয়ের গল্প মৃম্ময়ীকে ঘিরে।
সাধারনভাবে মনে হয় একটি গ্রামের মেয়ের অবাধ স্বাধীনতা পাবার আকাঙ্খাই এই গল্পের মূল। কিন্তু যদি একটু গল্পটির গভীরে যাই তাহলে দেখা যায়- ঠিক চিরকালের চেনা পথে নয় অন্য একটি পথে, তার নিজের মতো পথে একটি অসাধারণ মেয়েকে তিনি সৃষ্টি করেছেন ও একটি অসাধারণ প্রেমও তার সঙ্গে সৃষ্টি হয়েছে।
রবীন্দ্রনাথ এমন একটি বাস্তবকে শব্দের বুননে এনেছেন। অর্থাত্ তিনি যে ভিন্ন একটা জগতেরও স্বপ্ন দেখেছেন সেটাকে গল্প একে দেখেছেন তা্র রূপটি কেমন হতে পারে।
নেতাকেও তেমনি তার ভবিষ্যতের জন্য এমনি একটি পর একটি গল্প লিখতে হবে। আর সেই গল্প গুলোকে নিয়ে তাকে বাস্তবতার পথে হাঁটতে হবে।
যে নেতা এমনি বেশি ও ভবিষ্যমূখী গল্প লিখতে পারবে সে তার দল বা টিম বা কোম্পানিকে নিয়ে সেভাবেই নতুন জগতে প্রবেশ করতে পারবে।
এ কারণে বাস্তবে একজন প্রকৃত স্মার্ট নেতা, একজন কালজয়ী গল্পকার বা একজন কালজয়ী চিত্র শিল্পির মধ্যে কোন পার্থক্য নেই। পার্থক্য নেই একজন বিজ্ঞানির মধ্যেও। বিজ্ঞানিও কিন্তু তার আবিস্কারের গল্পটি আগেই লিখে নেন।
আর তাই এরা সবাই এরা স্মার্ট নেতা।
ভবিষ্যতের গল্প না লিখে অনেকেই নেতৃত্ব দেয়। অনেক কিছুতে সে সফলতা পায়। তবে তার সফলতা অবশ্যই সাধারণ নিয়েমের একটি পরিশ্রমের ফল মাত্র। স্মার্ট নেতা অবশ্যই নতুন কিছু করবে। আর সে কাজটি করার জন্যে সে দিনের পর দিন একটি গল্পকে ভর করে অতীতের নাবিকের মত অজানা সাগরের পথে পাড়ি দেবে।
Leave a Reply