জাফর আলম
কক্সবাজার দক্ষিণ বনবিভাগের টেকনাফ হোয়াইক্যং রেঞ্জের শামলাপুর বনবিটে বিরল প্রজাতীর একটি শঙ্খিনী সাপ উদ্ধার করে অবমুক্ত করা হয়েছে।বুধবার (১২ জুন) রাত ৮ টার দিকে টেকনাফের হোয়াইক্যং রেঞ্জের শামলাপুর-হোয়াইক্যং পাহাড়ের বন্যপ্রাণী অভয়ারণ্য এলাকায় শঙ্খিনী সাপটি অবমুক্ত করা হয়।
শামলাপুর বিট কর্মকর্তা সোহেল রানা জানান, বুধবার সন্ধ্যার দিকে স্থানীয় প্রবাসী আবু ছিদ্দিকের বাড়ীতে এই বিরল প্রজাতীর শঙ্খিনী সাপটি লোকজন দেখে বনবিভাগকে খরব দেয়।খবর পেয়ে বন বিভাগ, ভিসিএফ ও ভিসিজির সদস্যরা উদ্ধার করে হোয়াইক্যং রেঞ্জ কর্মকর্তার অনুমতিক্রমে রাত ৮ টার দিকে হোয়াইক্যং রেঞ্জের শামলাপুর হোয়াইক্যং ঢালার পাহাড়ের বন্যপ্রাণী অভয়ারণ্য এলাকায় সাপটি অবমুক্ত করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, ভিসিজি ও ভিসিএফ সভাপতি আমীর মুহাম্মদ শাহজাহান, এফসিসি ক্লাবের সভাপতি জাউদ ইব্রাহীম, বন্যপ্রাণী উদ্ধারকারী সদস্য আমিনুল হক, মনছুর আলম,শামসুদ্দিন, বনবিভাগের প্রতিনিধি মেহেদী, নুরুল আমিন, মোক্তার আহমদ আমীর।
Leave a Reply