সারাক্ষণ প্রতিবেদক
বাংলাদেশের অন্যতম মূকাভিনয় শিল্পী নিথর মাহবুব। ছোটদের টিভি চ্যানেল দুরন্ত এর ‘দুরন্ত সময়’ অনুষ্ঠানে ‘মূকাকু’ চরিত্রে অভিনয়ের তিনি মূকাকু হিসেবেও পরিচিতি।বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে আজ (২৩জুন) সন্ধ্যা ৭টায় রয়েছে এই শিল্পীর একক মূকাভিনয় এর প্রদর্শনী।
বাংলাদেশের অন্যতম মূকাভিনয়ের দল মাইম আর্টের প্রযোজনায় দেড় ঘণ্টার এই প্রদর্শনীতে নিথর মাহবুব তার আলোচিত পূর্ণাঙ্গ একক মূকাভিনয় প্রযোজনা ‘লাইফ ইজ বিউটিফুল’ এর প্রদর্শনীর পাশাপাশি তার জনপ্রিয় খণ্ড মূকাভিনয়গুলো প্রদর্শন করবেন যার মধ্যে আছে ‘বাংলাদেশ’, ‘ইভটিজিং’, ‘অনুশোচনা’, ‘ওভার কনফিডেন্স’, ‘বোকার সার্কাস’, ‘আত্মঘাত’, ‘নারী নির্যাতন’ এবং সবশেষে সংক্ষিপ্ত আকারে রয়েছে । মূকাভিনয়গুলো রচনা করে নির্দেশনা দিয়েছেন শিল্পী নিজেই। মিউজিক করেছেন রপসজ্জাকর শুভাশীষ দত্ত তন্ময়। নেপথ্যে কাজ করছেন ফয়সাল, টুটুল, অনিক ও রবিন।
নিথর মাহবুব বলেন, ‘ ঈদের আনন্দ শেষ হওয়ার পর আমার এই একক মূকাভিনয়ের মাধ্যমে দর্শক আবারো আনন্দে ফিরবে আশা করছি। শিশু-কিশোররা মূকাভিনয় খুব পছন্দ করে। মূকাভিনয় তাদের ভাবনার জগৎকে প্রসার করে। তাই অভিভাবকদের বলব- আপনাদের সন্তানদের সঙ্গে নিয়ে মূকাভিনয় দেখতে আসুন।’
এদিকে, শিল্পের নানা মাধ্যমে দখল রয়েছে নিথর মাহবুবের। তবে বাংলাদেশের শিল্প-সাংস্কৃতির অঙ্গনে তিনি মূকাভিনয় শিল্পী হিসেবে বেশি পরিচিত। মঞ্চের পাশাপাশি বর্তমানে টিভি নাটকেও তিনি নিয়মিত অভিনয় করছেন। এবার ঈদে প্রচার হয়েছে তার অভিনীত দুটি নাটক। এর মধ্যে ‘নানা বাড়িতে ঈদ’ নাটকে তার অভিনয় প্রশংসিত হয়েছে। বর্তমানে তিনি নিয়মিত জীবনমুখী গান-ও করছেন। সর্বশেষ ‘মুদ্রাস্ফীতি’ শিরোনামে গান প্রকাশ করেছেন।
Leave a Reply