বুধবার, ১৬ অক্টোবর ২০২৪, ১২:২৮ পূর্বাহ্ন

“মিয়ানমারের উত্তরাঞ্চলে বিদ্রোহী ও জান্তা সৈন্যদের তুমুল লড়াই

  • Update Time : বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪, ৯.৫৯ এএম

সারাক্ষণ ডেস্ক

প্রথম আলোর একটি শিরোনাম “ঢাবি সিনেটের অধিবেশনে দেওয়া বক্তব্য থেকে ‘একনায়কতন্ত্র’ শব্দ প্রত্যাহার”

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘একনায়কতন্ত্র’ চলছে বলে সিনেটের বার্ষিক অধিবেশনে অভিযোগ করেন বিএনপিপন্থী একজন শিক্ষকনেতা। এর প্রতিবাদ জানিয়ে বক্তব্যটি প্রত্যাহারের (এক্সপাঞ্জ) দাবি তোলেন আওয়ামী লীগপন্থী কয়েকজন সিনেট সদস্য। পরে উপাচার্য ‘একনায়কতন্ত্র’ শব্দটি প্রত্যাহার করেন।

বুধবার রাতে সিনেটের অধিবেশনে এ ঘটনা ঘটে। বিএনপিপন্থী ওই শিক্ষকনেতা হলেন এ বি এম ওবায়দুল ইসলাম। তিনি পদার্থবিজ্ঞান বিভাগের সাবেক চেয়ারম্যান ও বিএনপিপন্থী শিক্ষক সংগঠন সাদা দলের সাবেক আহ্বায়ক। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিরও সাবেক সাধারণ সম্পাদক।

 

 

ইত্তেফাক এর একটি শিরোনাম “মিয়ানমারের উত্তরাঞ্চলে বিদ্রোহী ও জান্তা সৈন্যদের তুমুল লড়াই”

মিয়ানমারের উত্তরাঞ্চলীয় শান রাজ্যে টানা দ্বিতীয় দিনের মতো জান্তা সৈন্যদের সঙ্গে সেখানকার জাতিগত সশস্ত্র একটি গোষ্ঠীর ভয়াবহ সংঘর্ষ চলছে। নতুন করে শুরু হওয়া এই সংঘর্ষে অন্তত দুই বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে গতকাল বুধবার স্থানীয় বাসিন্দারা ও গণমাধ্যম জানিয়েছে।

মিয়ানমারের জান্তাবিরোধী গোষ্ঠী ব্রাদারহুড অ্যালায়েন্সের সদস্য হিসেবে দীর্ঘদিন ধরে লড়াই চালিয়ে আসছে রাখাইন রাজ্যের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি (এএ), মিয়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি (এমএনডিএএ) ও টিএনএলের যোদ্ধারা। গত বছরের অক্টোবরে আকস্মিক হামলা চালিয়ে এই জোটের সদস্যরা চীন সীমান্ত লাগোয়া মিয়ানমারের বিশাল এলাকা ও কয়েকটি লাভজনক বাণিজ্য ক্রসিং দখলে নেয়। ২০২১ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসার পর জান্তার জন্য ঐ হামলা সবচেয়ে বড় ধাক্কা হিসেবে আসে।

পরে চলতি বছরের জানুয়ারিতে চীনের মধ্যস্থতায় সামরিক জান্তার সঙ্গে বিদ্রোহী গোষ্ঠীগুলোর একটি যুদ্ধবিরতি চুক্তি হয়। চুক্তির পরও জোটের সদস্যরা দখলকৃত অঞ্চল নিজেদের নিয়ন্ত্রণে রাখে। তবে একই সময়ে উভয় পক্ষ পরস্পরের বিরুদ্ধে অস্ত্রবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ করে। চলতি মাসের শুরুর দিকে মিয়ানমারের সামরিক বাহিনী নিয়ন্ত্রিত গণমাধ্যমের খবরে বলা হয়, গত বছরের এপ্রিল-মে মাসের তুলনায় চলতি বছরের একই সময়ে চীনের সঙ্গে মিয়ানমারের সীমান্ত বাণিজ্য প্রায় এক-তৃতীয়াংশ কমেছে।

 

যুগান্তরের একটি শিরোনাম “লেবাননের বিষয়ে ইসরাইলকে যে হুঁশিয়ারি দিলেন এরদোগান”

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান ইসরাইলের আগ্রাসনের পরিকল্পনার বিরুদ্ধে মধ্যপ্রাচ্যের দেশগুলোকে লেবাননের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। সেইসঙ্গে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তুরস্ক লেবাননের পাশে থাকবে।

তুর্কি প্রেসিডেন্ট সতর্ক করে বলেছেন, এই অঞ্চলে যুদ্ধ ছড়িয়ে দেওয়ার জন্য নেতানিয়াহুর পরিকল্পনা রয়েছে। তার এই পদক্ষেপ এই অঞ্চলটিকে বিপর্যয়ের দিকে নিয়ে যাবে।

তিনি যোগ করেছেন, ইসলামি বিশ্ব এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোকে এই রক্তাক্ত পরিকল্পনার বিরুদ্ধে প্রথম প্রতিক্রিয়া জানাতে হবে। যে রাষ্ট্রগুলো স্বাধীনতা, মানবাধিকার এবং ন্যায়বিচারের কথা বলে তারা নেতানিয়াহুর হাতে বন্দি হয়ে আছে। এটি অত্যন্ত ভয়াবহ একটি বিষয়।

 

 

বণিক বার্তার একটি শিরোনাম “১২৬ জনকে পদক তুলে দেবেন প্রধানমন্ত্রী”

জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ শুরু হচ্ছে আজ। এবারের প্রতিপাদ্য বিষয় হচ্ছে, ‘মানসম্মত শিক্ষা, জাতির প্রতিজ্ঞা’। বৃহস্পতিবার (২৭ জুন) সকাল ১০টায় শিক্ষা সপ্তাহের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর চলতি বছরের ‘প্রাথমিক শিক্ষা পদক-২০২৩’ প্রদান করবেন প্রধানমন্ত্রী।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

kjhdf73kjhykjhuhf
© All rights reserved © 2024