সারাক্ষণ প্রতিবেদক
স্বর্ণলতা দেবনাথ, বাংলাদেশের নাট্যাঙ্গনের একজন প্রতিশ্রুতিশীল মেধাবী অভিনেত্রী। যে সময়টাতে তিনি নাটকে অভিনয় শুরু করেছিলেন সেই সময়ের চেয়ে তার বর্তমানটা যেন বেশ পরিণত। বিশেষত অভিনয়ে তিনি এখন অনেকটাই পরিপূর্ণ। কিন্তু শিল্পী হিসেবে তিনি এখনো নিজেকে অভিনেত্রী হিসেবে এখনো শিক্ষানবিশ একজন অভিনেত্রী মনে করেন। তিনি মনে করেন প্রতিনিয়তই তিনি অভিনয় শিখছেন তার অভিনীত প্রতিটি নাটকে।
এরমধ্যে স্বর্ণলতা নতুন একটি ধারাবাহিক নাটকে পুরোপুরি চ্যালেঞ্জিং একটি চরিত্রে অভিনয় করেছেন। নাটকের নাম ‘ব্রোকেন ফ্যামিলি’। এতে একেবারেই একটি ব্যতিক্রম চরিত্রে অভিনয় করেছেন স্বর্ণলতা। তার চরিত্রের নাম হেপী। স্বর্লণতা দেবনাথ বলেন,‘ নাটকটির গল্প রচনা করেছেন রাজীবুল ইসলাম রাজীব। একেবারেই ভিন্নরকম একটি গল্প। এই নাটকে আমার যে চরিত্র, এই ধরনের চরিত্রে আমার কাজ করতে ভীষণ ভালোলাগে।
কারণ নিজেকে নানানভাবে আবিষ্কার করা যায় চ্যালেঞ্জিং চরিত্রে। আর পরিচালক নাসির উদ্দিন মাসুদ ভাই একজন সিরিয়াস পরিচালক। তিনি সবসময়ই বেশ যত্ন নিয়ে কাজ করেন। আমার কাছে মনে হয়েছে এই গল্পে আমি যে চরিত্রে অভিনয় করেছি, জানিনা আমি কতোটুকু ফুটিয়ে তুলতে পেরেছি। তবে আমার চেষ্টার কোনো ত্রুটি ছিলোনা। পুরো ইউনিট আমাকে দারুণ সহযোগিতা করেছে। আশা করছি নাটকটি প্রচারে এলে দর্শকের ভালোলাগবে।’
নাটকটি শিগগিরই বাংলাভিশনে প্রচার হবে। এদিকে এরইমধ্যে কায়সার আহমেদ পরিচালিত দীপ্ত টিভিতে প্রচার চলতি আলোচিত ধারাবাহিক নাটক ‘বকুলপুর সিজন টু’তে নিগার চরিত্রে অনবদ্য অভিনয়ের কারণে স্বর্ণলতা রয়েছেন আলোচনায়। বলা যায় এই নাটকের নিগার চরিত্রে অভিনয়ের মধ্যদিয়ে তিনি দেশ বিদেশে বেশ সুনাম কুঁড়িয়েছেন বিশেষত বাংলা ভাষাভাষী দর্শকের কাছে। নাটকের গল্পের অনেকটাই এখন তাকে ঘিরেই এগিয়ে যাচ্ছে।
স্বর্ণলতার ভাষ্যমতে, এই ধারাবাহিকে অভিনয় তার ক্যারিয়ারের জন্য অগ্রনী ভূমিকা রেখেছে। যে কারণে তিনি নাটকের পরিচালক, প্রযোজক, কাহিনীকার, নাটকের পুরো ইউনিট, সহশিল্পী’সহ প্রত্যেকের প্রতি কৃতজ্ঞ। স্বর্ণলতা বলেন,‘ নিগার চরিত্রটি আমার অভিনয় জীবনের জন্য একটি মাইলফলক চরিত্র। এতে অভিনয় করে আমি দর্শকের কাছ থেকে যে ভালোবাসা পেয়েছি তা আজীবন আমি মনে রাখবো।’ এদিকে কিছুদিন আগে স্বর্ণলতা ‘সম্পূর্ণা অ্যাওয়ার্ড’-এ ভূষিত হয়েছেন।
Leave a Reply