সারাক্ষণ ডেস্ক
চায়নিজ ই- কর্মাস জায়ান্ট আলীবাবাগ্রুপের আলী একপ্রেস দক্ষিণ কোরিয়ায় ১ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে।
এই বিনিয়োগের মাধ্যমে তারা আগামী তিন বছরের মধ্যে সে দেশে প্রচুর সংখ্যক ডিস্টিবিউশন সেন্টার তৈরি করবে।
তাদের বানিজ্যমন্ত্রনালয় সূত্রে জানা গেছে, আলীবাবা ইতোমধ্যে তাদের ব্যবসা প্রসারের জন্যে কোরিয়ান অথরিটির কাছে এক বিলিয়ন ডলারের বিজনেস বর্ধতিকরণ প্রস্তাব পেশ করেছে।
তাদের এই ডিস্টিবিউশন সেন্টারগুলোর আকারের যে পরিকল্পনা রয়েছে তা প্রায় ২৫টি ফুটবল মাঠের সমান।
এর থেকে ধারনা করা হচ্ছে , আলীবাবার এ প্রকল্প দক্ষিন কোরিয়ার রাজধানী সিউলকে কেন্দ্র করে বিশ্ব বাজারকেই টার্গেট করবে।
Leave a Reply