সারাক্ষণ ডেস্ক
ব্রাজিলের প্রাক্তন প্রেসিডেন্ট জায়ের বোলসোনারো অর্থ পাচার ও সৌদি সরকারের দেয়া উপহার হিসেবে পাওয়া গহনা কেলেংকারীতে অভিযুক্ত হতে যাচ্ছেন। স্থানীয় মিডিয়া বলছে, তিনি রাষ্ট্রপতি থাকাকালে সৌদি সরকারের দেয়া উপহার কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ছাড় করিয়েছেন।
ফেডালের পুলিশের মতে, বোলসোনারো, যিনি ২০১৯-২০২২ পর্যন্ত দক্ষিণ আমেরিকার সবচেয়ে বড় দেশ ব্রাজিলের প্রেসিডেন্ট ছিলেন তিনি অর্থ পাচার, অর্থ কেলেংকারী এবং অপরাধীদের সাথে যোগাযোগ রাখার দায়ে অভিযুক্ত হলেন। ব্রাজিলিয়ান নিউজ আউটলেট জি-১ এ খবর প্রকাশ করেছে।
অক্টোবর ২০২১ সালে প্রেসিডেন্ট থাকাকালে মধ্যপ্রাচ্য সফর থেকে ফেরার পথে তার সফরসঙ্গী এক মন্ত্রীর ব্যাগের ভিতরে $৩.২ মিলিয়ন মূল্যের ডায়মন্ড জুয়েলারী পাওয়া যায় যা তিনি কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ছাড় করাতে চেয়েছিলেন কিন্তু কাস্টমস ইন্সপেক্টর সেটি জব্দ করে এবং মামলা রুজু হয়। এর আগে তার বিরুদ্ধে আনা ফৌজদারী অপরাধকে তিনি নাকচ করে দিয়েছিলেন।
উল্লেখ্য, তার এ্যাটর্নি ফেবিও ওয়ানগার্টেন সহ আরো এগারো জন এই ফার রাইট নেতার সাথে অভিযুক্ত হয়েছেন।
Leave a Reply