শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ০২:১৬ পূর্বাহ্ন

কি বলছে ফ্রান্সের ভোটাররা

  • Update Time : সোমবার, ৮ জুলাই, ২০২৪, ১২.৪৫ পিএম

বিবিসি

ফ্রান্সের দ্বিতীয় ধাপের পার্লামেন্ট নির্বাচনে কট্টর ডানপন্থী রাজনৈতিক দল ন্যাশনাল র‍্যালি (আরএন) সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে ব্যর্থ হয়েছে। এমনকি তারা দ্বিতীয় অবস্থানেও নেই।

বামপন্থী দলগুলোর জোট নিউ পপুলার ফ্রন্ট (এনপিই) দ্বিতীয় দফার নির্বাচনে নাটকীয়ভাবে জয় পেয়েছে । আর তাদের পরেই দ্বিতীয় অবস্থানে দেখা যাচ্ছে, ফ্রান্সের বর্তমান প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রঁর মধ্যপন্থী দলকে।

ফ্রান্সের রেজিসলেটিভ নির্বাচনের পরে প্যালেস দ্যা রিপাবলিকার সামনে প্রতিক্রিয়া জানাচ্ছে সাধারণ মানুষ

এএফপি’র নেয়া বামপন্থীদের বিপুল বিজয়ের পরে সাধারন জনগনের প্রতিক্রিয়ায় যা জানা গেল-

প্যারিসের স্টালিনগ্রাড স্কোয়ারের সামনে দর্শনের ছাত্র মেরী ডিলাই বলছেন, “আমি খুশি, আমি খুবই আনন্দিত যে আমরা তাদের হারাতে পেরেছি।” আরেকজন হুগো শ্যাভেলি, ইতিহাসের ছাত্র, বলছেন- “এটা একটা বিজয় তাই আমাদের লড়াইটা চালিয়ে যেতে হবে। এটা নিশ্চিৎ এটা একটা মুক্তি, আমরা এমনটা প্রত্যাশা করতে পারিরি।”

বিশাল র‌্যালির মধ্যে প্ল্যাকার্ডে লেখা,“না , আর না ‘আর এন’ আর নয় ম্যাক্রোঁ।”

উত্তর কোরিয়া: উনের বোন দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার নিন্দা জানিয়েছে

ডি ডব্লিউ

উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের বোন দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়াকে নিন্দা জানিয়ে বলেছেন, এটি উস্কানী ছাড়া আর কিছু নয়।

কিম জং উনের বোন কিম ইয়ো জং সীমান্তে দক্ষিণ কোরিয়ার  সাম্প্রতিক সামরিক মহড়াকে “একটি আত্মঘাতি পাগলামি বলে মন্তব্য করেছেন। তিনি আরো বলেছেন, এটি ক্ষমার অযোগ্য এবং পুরাপুরি একটি উস্কানীমূলক কর্মকান্ড।”

তিনি দক্ষিণ কোরিয়া শত্রু আখ্যা দিয়ে আবারো সতর্ক করেছেন, এধরনের সামরিক উত্তেজনা ছড়ালে উত্তর কোরিয়া বসে থাকবেনা।

পরিচয় না জানিয়ে উত্তর কোরিয়ার স্টেট মিডিয়ার খবরে বলা হয়, “যদি প্রমাণ হয় যে এধরনের কর্মকান্ড আমাদের সার্বভৌমত্বের জন্যে হুমকি তাহলে উত্তর কোরিয়ার সংবিধান মেনে এর সামরিক বাহিনী সমূচিৎ জবাব দিতে পিছপা হবেনা”।

 

ইসরাইলী প্রতিবাদিদের গাজায় যুদ্ধবিরতির দাবী

সিজিটিএন

হামাসের সাথে ইসরাইলের যুদ্ধের নয়মাস পূর্ণ হলো রবিবার। এই দিন ‘ইসরাইল-হামাস’ যুদ্ধবিরোধীরা মহাসড়ক অবরোধ করে প্রধানমন্ত্রী নেতানেয়াহুকে পূর্ণ যুদ্ধ বিরতি, হামাসের হাতে জিম্মিদের মুক্তির  দাবী জানান । আর যদি তাতে নেতানেয়াহু ব্যর্থ হন তাহলে তাকে পদত্যাগ করার দাবী জানান।

গত ৭ অক্টোবর দক্ষিণ ইসরাইলে হামাসের সাথে যুদ্ধ শুরু হয়েছিল। যুদ্ধবিরোধীরা দেশজুড়ে এই“ বিরতি দিন” কর্মসূচি সকাল ৬.২৯ মিনিটে শুরু করে।

ইসরাইলের দেয়া তথ্য মতে, এএফপি জানায়, গত ৭ অক্টোবরে শুরু হওয়া যুদ্ধে  ইসরাইলের ১,১৯৫ জনের মৃত্যু হয়। এর মধ্যে বেশীরভাগই সাধারন জনগণ। যুদ্ধ শুরুর প্রথম দিনেই হামাস যোদ্ধাদের হাতে ২৫১ জন ইসরাইলী বন্দি হয় , এদের মধ্যে মাত্র ৭ জনকে ইসরাইলী সেনাবাহিনী মুক্ত করতে পেরেছিল।আরো ৮০ জন ইসরাইলী সহ ১০৫ জনকে মুক্ত করেছিল যা শুধু যুদ্ধবিরতির কারনে সম্ভব হয়েছিল।

জাপান ও ফিলিপাইন সামরিক সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে চুক্তি সই 

জাপান টাইমস

দুই বন্ধুপ্রতীম দেশ তাদের সামরিক উত্তেজনা নিরসনে একটি উচ্চ পর্যায়ের চুক্তিতে (RAA- Reciprocal Access Agreement) সই করেছে। চুক্তির ফলে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক ক্রমবর্ধমান উত্তেজনা হ্রাসের পাশাপাশি সামরিক সহায়তাও বৃদ্ধি পাবে। তাছাড়া, বেইজিং বিরোধপূর্ণ পূর্ব এবং সাউথ চায়না সীতে তাদের সামরিক মহড়া চালিয়ে যাচ্ছে।

ফিলিপাইনের সাথে যুক্তরাষ্ট্রের একটি যৌথ সামরিক মহড়ার , অক্টোবর , ২০১৮।

প্রেসিডেন্সিয়াল প্রাসাদে ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দ ম র্কোস জুনিয়রের উপস্থিতিতে জাপানের পররাষ্ট্রমন্ত্রী ইয়োকো কামিকাওয়া এবং ফিলিপাইনের প্রতিরক্ষা প্রধান গিলবার্টো টিওডারো এই যৌথ চুক্তিতে (RAA) সিই করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

kjhdf73kjhykjhuhf
© All rights reserved © 2024