রবিবার, ০৩ নভেম্বর ২০২৪, ১২:৩৭ পূর্বাহ্ন

রাশিয়ার ক্ষেপনাস্ত্র হামলায় ইউক্রেনে নিহত ৪১

  • Update Time : মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪, ১.১৪ পিএম

রাশিয়ার ক্ষেপনাস্ত্র হামলায় ইউক্রেনে নিহত ৪১

রয়টার্স

ইউক্রেনজুড়ে ব্যাপক ক্ষেপনাস্ত্র হামলায়  কমপক্ষে ৪১ জন নিহত ও আহত হয়েছে আরো দেড় শতাধিক মানুষ। মঙ্গলবার (৯ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

 

রাশিয়া স্থানীয় সময় সোমবার দিনে কিয়েভের প্রধান শিশু হাসপাতালে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। একই সঙ্গে ইউক্রেনজুড়ে অন্যান্য শহরগুলোতেও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

হাসপাতালের বাইরের রাস্তায় অভিভাবকরা শিশুদের হাতধরে চিৎকার করে দৌড়ে পালাতে দেখা গেছে। শতশত কিয়েভবাসী ধ্বংসস্তুপ সরানোর কাজে সাহায্য করছিলেন।

ইভি ট্যারিফের উপরে ইউ-চায়না আলোচনা

সিজিটিএন

চায়নার বাণিজ্য মন্ত্রণালয় গত সোমবার জানিয়েছে যে, ইউরোপিয়ান ইউনিয়নের একজন কর্মকর্তা ‘ইভি’র (ইলেকট্রিকাল ভেইক্যাল) উপরে ‘চায়না-ইউ আলোচনায় চায়নার অনীহা প্রকাশ’, এমন মন্তব্য নাকচ করে দিয়েছে বেইজিং।

ইইউ’র অভিযোগ, চায়না অন্যায্যভাবে নিজেদের বৈদ্যুতিক গাড়ির শিল্পকে ভর্তুকি দেয়। বেইজিংয়ের এই ভর্তুকিকেই নতুন শুল্ক আরোপের কারণ হিসেবে উল্লেখ করেছে ইইউ কর্তৃপক্ষ।

তাদের মতে, বেইজিংয়ের অন্যায্য ভর্তুকির কারণেই সস্তায় বৈদ্যুতিক গাড়ি নির্মাণ করতে পারছে চাইনিজ ইভি নির্মাতারা। ফলে দামের যুদ্ধে চায়না ইভির সঙ্গে পেরে উঠছে না ইউরোপীয় ইভি নির্মাতারা। অবশ্য এই অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে চায়না।

চায়না যৌথ ও বহুপাক্ষিক বিভিন্ন কারনে তীব্র আপত্তি জানিয়েছে কারন ইউ অক্টোবর ২০২৩ এ চাইনিজ ইভি’র উপরে ভর্তুকি-বিরোধী তদন্ত শুরু করেছিল।

ইউক্রেনের হাসপাতালে হামলার  দিনেই মোদি-পুটিনের মিটিং তীব্র ন্দিা জেলেন্সকির

সিএনএন

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদমির জেলেন্সকি কিয়েভের হাসপাতালে রাশিয়ার জঘন্য মিসাইল হামালার দিনে পুটিনের সাথে মোদির বৈঠকের তীব্র নিন্দা জানিয়েছেন। রাশিয়া এই দুই নেতার বৈঠকের দিনেই কিয়েভের একটি শিশু হাসপাতালে বর্বরোচিত হামলা চালায় যেখানে কমপক্ষে ৪১ জন বেসামরিক নাগরিক নিহত ও ১৭০ জন আহত হয়।

ভারতের প্রধানমন্ত্রী মন্ত্রী নরেন্দ্র মোদি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিনের সাথে মস্কোর নভো ওগারিওভোতে তার বাসভবনে এক বৈঠকে মিলিত হন। ঠিক তার ৯০০ কিলোমিটার দূরে রাশিয়া সকাল বেলায় কিয়েভে প্রচন্ড মিসাইলের গোলা বর্ষণ করে।

ইসরাইল গাজার একটি স্কুলে হামলা চালিয়েছে

দি সান

সোমবার ইসরাইলি সেনাবাহিনী বলেছে তারা মধ্য গাজার নুসেইরাতের একটি স্কুলে হামলা চালিয়েছে। কারন তারা সেটিকে সম্ভাব্য সন্ত্রাসীদের আস্তানা ভেবেছিল।

ইসরাইলি সেনাবাহিনীর বরাতে আরো জানা যায়, সন্ত্রাসীরা একটি স্কুলকে ঢাল হিসেবে ব্যবহার করে বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ড চালাচ্ছিল।

ইউএন এজেন্সি ফর প্যালেস্টানিয়ান রেফিউজিজ পরিচালিত (UNRAW) স্কুলে হামলার পরে নুসাইরাতের আল আওদা হাসপাতালে বেশ কয়েকজন আহত মানুষে চিকিৎসা নেয়।

 

মিয়ানমারের রেফিউজি এখন জাপানের নামকরা ফ্যাশন ডিজাইনার

এএফপি

মিয়ানমার বংশোদভূত ফ্যাশন ডিজাইনার শিবুইয়া জার্নি  তার  ওয়ার্কশপে একজন মডেলের পোশাক চেক করছেন।

মিয়ানমার থেকে পিতামাতার সাথে জাপানে পালিয়ে এসে শিশু শিবুইয়া জার্নি এখন জাপানে একজন ফ্যাশনে তার ক্যারিয়ার গড়েছেন। বর্তমানে তিনি টোকিওতে একজন সামকরা ফ্যাশন ডিজাইনার হিসাবে কাজ করছেন।

শিবুইয়া এএফপিকে বলেন, “ফ্যাশন একটি শিল্প যা আমাকে বাঁচতে শিখিয়েছে।” সম্প্রতি  ফ্যাশন জগতে শিবুইয়ার ১০ বছর পূর্তির একটি অনুষ্ঠান হয়ে গেল ব্যাংককে।

শিবুইয়ার বাবা-মা ১৯৯৩ সালে জাপানে রেফিউজি হিসেবে আশ্রয় নিয়েছিল যখন তার বয়স ছিল মাত্র ৮ বছর।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

kjhdf73kjhykjhuhf
© All rights reserved © 2024