বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪, ০৯:৩১ অপরাহ্ন
শিরোনাম :
সেনাবাহিনী প্রধানের সাথে ইউএস ইন্দো-প্যাসিফিক কমান্ড এর প্রতিনিধি দলের সাক্ষাৎ স্কটিশ দ্বীপে বিরল পাখির প্রজাতির ‘প্রমিজিং’ বৃদ্ধি   ইশকুল (পর্ব-৩৬) দিল্লীতে শীত ঘনিয়ে আসার সাথে সাথে বিষাক্ত ধোঁয়াশার চাদর নতুন বন্যপ্রাণী উদ্যানে সিঙ্গাপুরে অভিষেক বিরল বানরের পাখির জগতে অপূর্ব আকর্ষণ: লালবক্ষিত ফ্লাইক্যাচার হাজারী গলির ঘটনায় ৪৯ ‘ইসকন-অনুসারী’ গ্রেপ্তার, আসামি ৬০০ কুইক রেন্টালে দায়মুক্তি বিধানের বৈধতা প্রশ্নে রায় ১৪ নবেম্বর ভূমি মন্ত্রণালয় কর্তৃক ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার বিধিমালা, ২০২৪ প্রজ্ঞাপন জারি ট্রাম্পের জয় চীনের আরও অর্থনৈতিক সহায়তার প্রত্যাশা বাড়িয়েছে

স্যামসাং তার AI সেক্টরের লাভে বিষ্ফোরণ আশা করছে

  • Update Time : মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪, ৬.৪৯ পিএম

সারাক্ষণ ডেস্ক

স্যামসাং ইলেকট্রনিক্স আশা করছে যে তার লাভ গত বছরের একই সময়ের তুলনায় ২০২৪ সালের জুন পর্যন্ত তিন মাসের জন্য ১৫ গুণ বেড়ে যাবে।

দ্বিতীয় কোয়ার্টারের পূর্বাভাসেই এআই বুম তার এডভান্সড চিপের দাম বাড়িয়েছে। সাউথ কোরিয়ান টেক জায়ান্ট হলো বিশ্বের সবচেয়ে বৃহৎ মেমোরী চিপ, স্মার্ট ফোন ও টেলিভিশন নির্মাতা। এই ঘোষণায় সিউলে স্যামসাং এর শেয়ার ২% পর্যন্ত বেড়ে গিয়েছে। এই ফার্মটি এই বছরের প্রথম তিনমাসেই ১০ গুন লাভে চলে আসে।

এই কোয়ার্টারে এর লাভ ১০.৪ ট্রিলিয়ন ওয়ান (৭.৫৪ বিলিয়ন ডলার; ৫.৯ বিলিয়ন পাউন্ড) আশা করছে যা গত বছর ছিল মাত্র ৬৭০ বিলিয়ন ওয়ান। LSEG SmartEstimate  এর মতে ৮.৮ ট্রিলিয়ন বেশী পূর্বাভাষ দিচ্ছে। মার্ক আইন্সটাইন, চিফ এনালিস্ট , টোকিও বেজড রিসার্সএন্ড এডভাইজরী ফার্ম আইটিআর কর্পোরেশন বলেন, এই মুহূর্তে আমরা ডাটা সেন্টারগুলোতে এবং স্মার্টফোনে এআই এর আকাশচুম্বি জনপ্রিয়তা দেখতে পাচ্ছি।

বড় বাজার সৃষ্টিতে গত বছর এআই এর জন্যে আশাবাদি হওয়াটা ছিল একটি বড় কারন যা বুধবারে এসএন্ড পি ৫০০ এবং যুক্তরাষ্ট্রের ন্যাসড্যাককেও ধাক্কা দেয়। যা একটা রেকর্ড।

চিপ মেকিং জায়ান্ট এনভিডিয়ার বাজার মূল্য  গত মাসে ৩ ট্রিলিয়ন ডলার ছাড়িয়েছে। পৃথিবীর সবচেয়ে দামী কোম্পানী হিসেবে চিহ্নিত হয়েছিল।

মি. আইন্সটাইন আরো বলেন, এআই বুম যা ভীষন ভাবে এনভিডিয়াকে বুস্ট করে সে স্যামসাং এর আয়কেও উপরে ঠেলে দেয়। স্যামসাং ইলেকট্রনিকস হলো সাউথ কোরিয়ান করপোরেশন  স্যামসাং গ্রপের  ফ্লাগশীপ ইউনিট ।

পরের সপ্তাহে এই প্রযুক্তি কোম্পানীটি হয়তো তিনদিনের একটি ধর্মঘটের মধ্যে পড়বে যেটা সোমবারে শুরু হতে পারে।একটি শ্রমিক কর্মচারী ইউনিয়ন বোনাস এবং সময় ঘন্টার উপরে আরো স্বচ্ছতার দাবীতে এই ধর্মঘট ডেকেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

kjhdf73kjhykjhuhf
© All rights reserved © 2024