ইউক্রেনই পুটিনকে থামাবে -ন্যাটো সম্মেলনে বাইডেন
রয়টার্স
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার আক্রমনের তীব্র নিন্দা জানিয়ে তাকে রক্ষার অংগীকার ব্যক্ত করেছেন। তিনি মঙ্গলবার ওয়াশিংটনে ন্যাটো জোটের এই একীভূত শক্তির কথা আবারও বিশ্বকে মনে করিয়ে দেন। গতকাল মঙ্গলবার ন্যাটোর ৭৫ তম শীর্ষ সম্মেলনের উদ্ধোধনী অনুষ্ঠানের এক বক্তৃতায় বাইডেন এসব কথা বলেন।
প্যাসিফিকে মহড়ার পথে তাইওয়ানের আকাশে চাইনিজ জেট বিমান শনাক্ত
ডি ডব্লিউ
তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রনালয় জানায়, চাইনিজ শ্যানডং এয়ারক্রাফ্ট ক্যারিয়ার প্রশান্ত মহাসাগরে মহড়া দেওয়ার উদ্দেশ্যে যাওয়ার সময় নর্দার্ন ফিলিপাইনের উপর দিয়ে গেছে।
তাইপেই আরো জানায়, মঙ্গলবার জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় সর্বমোট ৩৭ টি চাইনিজ ফাইটার জেট, বোমারু বিমান এবং ড্রোন তাইওয়ানের আকাশে শনাক্ত করেছে।
গাজার স্কুলে ইসরাইলের বিমান হামলায় ২৯ জন নিহত
আল জাজিরা
সরকারী বার্তা সংস্থা জানায়, ফিলিস্তিনের খান ইউনিসের কাছে আবাসান শহরের একটি স্কুলে ইসরাইলের বিমান হামলায় তাবুতে থাকা কমপক্ষে ২৯ জন নিহত। এর আগে শনিবার গাজার নুসেইরাতের একটি শরণার্থী শিবিরের আল-জাউনি বিদ্যালয়ে ইসরায়েলের হামলায় অন্তত ১৬ জন নিহত এবং ৭৫ জন আহত হয়েছেন।
গাজা মধ্যাঞ্চল থেকে নতুন করে ফিলিস্তিনের বেসামরিক নাগরিকদের সরে যেতে বলেছে ইসরায়েল । গাজায় ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত অন্তত ৩৮ হাজার ৯৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে হামাস।
বেতন পরিশোধ নিয়ে ধর্মঘটে স্যামসাং ট্রেড ইউনিয়ন
নিক্কেই এশিয়া
সাউথ কোরিয়ার স্যামসাং ইলেকট্রনিকসের সবচেয়ে বড় ট্রেড ইউনিয়নের সদস্যরা তাদের বেতন ভাতা বৃদ্ধির দাবীতে ধর্মঘটের ডাক দিয়েছে আজ। বুধবারের এই ধর্মঘটে তাদের ৩০,০০০ সদস্যকে অংশগ্রহন করার জন্যে আহ্বান জানায়।
দি ন্যাশনাল স্যামসাং ইলেকট্রনিকস ইউনিয়ন জানায় , তাদের এই বর্ধিত ধর্মঘট বৃহস্পতিবার শুরু হয়ে অনির্দিষ্টকাল চলবে। NSEU জানায় , কোম্পানী তাদের ইউনিয়ন সদস্যদের বেসিক পে ৩.৫% বৃদ্ধি করে যেটা বোনাস পেমেন্ট নিয়মের সাথে স্বচ্ছতা নেই।
Leave a Reply