মস্কো টাইমস নিষিদ্ধ করলো রাশিয়া
ডি ডব্লিউ
ইংরেজি ভাষায় প্রকাশিত দৈনিক পত্রিকা ‘দি মস্কো টাইমস’ কে অপ্রত্যাশিত পত্রিকা আখ্যা দিয়ে এর প্রকাশণা বন্ধ করলো রাশিয়ান সরকার। এর সাথে সহযোগিতাকারীদের পাঁচ বছরের কারাদন্ডও ঘোষণা করেছে সরকার।
রাশিয়ান প্রসিকিউটর জেনারেলের অফিস বুধবার দি মস্কো টাইমস অনলাইন পত্রিকাটির প্রকাশণা নিষিদ্ধ করে। ক্রেমলিন-ব্যাকড রাশিয়ান মিলিটারীকে হেয় প্রতিপন্ন করার কারনে ওয়েবসাইটটিকে বন্ধ করে দেয় ।
ন্যাটো শীর্ষ সম্মেলনে রাশিয়াকে ঠেকানোর ঘোষণা
রয়টার্স
ইউরোপে রাশিয়ার ক্রমবর্ধমান হুমকি ঠেকানোর জন্যে যুক্তরাষ্ট্র জার্মানীতে ২০২৬ সালে লংগার রেন্জ মিসাইল স্থাপন করবে। মঙ্গলবার ন্যাটো সম্মেলনের এক যৌথ সভায় এই দুই দেশ এই ধরনের বৃহৎ সিদ্ধান্ত নেয়।
ইসরাইলী সেনাবাহিনীকে লক্ষ্য করে মর্টার নিক্ষেপ
মনিটর
বুধবার গাজার সুজায়া এলাকাতে ইসরাইলী সেনাবাহিনীকে লক্ষ্য করে প্যালেস্টাইনী ইসলামিক জিহাদ সদস্যরা উপর্যুপরি মর্টার হামলা চালালেও ইসরাইলী সেনাবাহিনী প্যালেস্টাইনি যোদ্ধাদের বিরুদ্ধে অপারেশন আপাতত বন্ধ ঘোষণা করেছে।
চায়নার প্রধানমন্ত্রীর সাথে শেখ হাসিনার সাক্ষাৎ
সিনহুয়া
বেইজিং এ প্রেসিডেন্ট শি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাৎ (১০ জুলাই)
চায়না বাংলাদেশের বিশ্বস্ত ও পরীক্ষিত বন্ধু এবং দীর্ঘদিনের উন্নয়ন অংশীদার। বাংলাদেশের প্রধানমন্ত্রীর গত ৪ দিনের চায়না সফরে দুই দেশের মধ্যে সহযোগিতার ক্ষেত্রে উচ্চ প্রত্যাশা ব্যক্ত করেছেন চাইনিজ প্রেসিডেন্ট শি জিং পিং । চায়না ও বাংলাদেশ উভয়ই একে অপরের প্রতি সমান শ্রদ্ধা ও সহযোগিতার রেখে সব ধরনের উন্নয়নমূলক কাজ চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।
Leave a Reply