শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ০৭:৩৬ পূর্বাহ্ন

পিটিআই সংরক্ষিত আসনের যোগ্য –সুপ্রিম কোর্ট  

  • Update Time : শুক্রবার, ১২ জুলাই, ২০২৪, ৮.৪৬ পিএম

সারাক্ষণ ডেস্ক

পাকিস্তানের সুপ্রিম কোর্ট শুক্রবার পেশোয়ার হাইকোর্টের রায় বাতিল করে পাকিস্তান তেহরিক ইনসাফ (পিটিআই) সমর্থিত আইন প্রণেতাদের বিধানসভার সংরক্ষিত আসনগুলি পাওয়ার যোগ্য বলে ঘোষণা দিয়েছেন।

এই সিদ্ধান্ত পিটিআইকে শুধু পার্লামেন্টেই ফিরিয়ে আনবেনা, যেটি ৮ ফেব্রুয়ারী, ২০২৩ এ  ইসিপি’র দেয়া রুলিং এ বাদ পড়েছিল, সাথে সাথে এটি ন্যাশনাল এসেম্বলিতে একটা হিসাবের গড়মিলের কারনে  জোটের উপর একটা চাপ বাড়াবে । এতে দেশটির দুর্বল জোট সরকার আরও চাপে পড়ল।

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান

বিচারপতি মনসুর আলী শাহ পেশোয়ার হাইকোর্টের দেয়া পূর্বের রায় বাতিল করে ৮-৫ মেজরিটি ভোটের রায়ে এই ঘোষণা দেন। যেখানে এটি পাকিস্তান নির্বাচন কমিশনকে সংরক্ষিত আসন প্রত্যাখ্যান করার সিদ্ধান্তকে বহাল রেখেছে।

এই আদেশের পক্ষে সমর্থন দিয়েছেন আদালতের ১৩ সদস্যের বেঞ্চের আটজন বিচারক। বিপক্ষে ছিলেন পাঁচজন।

পিটিআই একক প্রতীকে নির্বাচনে অংশগ্রহণ করেনি , তাদেরকে সুন্নি ইত্তেহাদ কাউন্সিলের সাথে হাত মেলাতে জোর করা হচিছল তাই তারা সংরক্ষিত আসন পেতে পারেনি কারন পাকিস্তানের নির্বাচন কমিশন তাদের বিরুদ্ধে রুল দিয়েছিল।

এখন, আদালত ঘোষণা করেছে যে, নির্বাচনী প্রতীক ছাড়াই যে কোনো রাজনৈতিক দল সাংবিধানিক ভাবেই নির্বাচনে অংশগ্রহণ করতে পারে। সেটা সাধারন কিংবা উপ-নির্বাচন যেটাই হোক। নির্বাচন কমিশন শুধু প্রয়োজনীয় সাংবিধানিক দায়িত্ব পালন করবে ।

পাকিস্তানের জাতীয় পরিষদে আসনসংখ্যা ৩৩৬টি। নির্বাচন আইন অনুযায়ী এর মধ্যে ৬০টি নারী ও ১০টি মুসলিম নন এমন সংখ্যালঘুদের জন্য সংরক্ষিত।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

kjhdf73kjhykjhuhf
© All rights reserved © 2024