সারাক্ষণ ডেস্ক
ভারতের নির্বাচন কমিশন সে দেশের লোকসভার নির্বাচনের শেডিউল ঘোষণা করেছে।
লোকসভার ৫৪৩ আসনের নির্বাচন আগামী ১৯ এপ্রিল থেকে শুরু হবে ।
৭ দফায় এ নির্বাচন জুনের এক তারিখ শেষ হবে। ৪ তারিখ নির্বাচনী ফল গণনা শুরু হবে।
৭ দফার প্রথম দফার নির্বাচন হবে ১৯ এপ্রিল, দ্বিতীয় দফা, ২৬ এপ্রিল, তৃতীয় দফা ৭ মে, চতুর্থ দফা, ১৩ মে, ৫ দফা, ২০ মে, ৬ষ্ট দফা ২৫ মে এবং শেষ দফার নির্বাচন ১ জুন।
Leave a Reply