সারাক্ষণ ডেস্ক
বুধবার (১০ জুলাই) ইন্ডিয়া, শ্রীলংকা,মৌরিতিয়াস এবং মালদ্বীপের জোট ‘কলম্বো সিকিউরিটি কাউন্সিলে’ আনুষ্ঠানিকভাবে যোগ দিলো বাংলাদেশ।
ইন্ডিয়ার পররাষ্ট্র বিষয়ক মন্ত্রী জানান, ইন্ডিয়া, শ্রীলংকা,মৌরিতিয়াস এবং মালদ্বীপের এই জোট ৮ম ডেপুটি ন্যাশনাল সিকিউরিটি এডভাইজার লেভেলের মিটিং এ বাংলাদেশকে স্বাগত জানানো হয়েছে। মৌরিতিয়াস ভার্চুয়ালী এই মিটিংকে হোস্ট করে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিষয়টি নিশ্চিৎকরেছে। মিটিং এ সিশেলিস পর্যবেক্ষক দেশ হিসেবে অংশগ্রহণ করেছিল।
সদস্য রাষ্ট্ররা সিএসসি এর পরবর্তী ন্যাশনাল সিকিউরিটি এডভাইজার (এনএসএ) লেভেল মিটিং ইন্ডিয়াতে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনাতে রাজী হয়েছেন।
ইন্ডিয়া, শ্রীলংকা,মৌরিতিয়াস, সিশেলিস এবং বাংলাদেশের ডেলিগেটরা গত ডিসেম্বরে মৌরিতিয়াসে অনুষ্ঠিত ষষ্ঠ এনএসএ লেভেল যোগ দিয়েছিল ।
সিএসসি এর সেক্রেটারিয়েট শ্রীলংকার কলম্বোতে ২০২০ সালে প্রতিষ্ঠিত হয়েছিল যখন ইন্ডিয়া, শ্রীলংকা এবং মালদ্বীপ তাদের ত্রিপক্ষীয় সামুদ্রিক সহযোগিতা বাড়ানোর জন্যে রাজী হয়েছিলেন। মৌরিতিয়াস ২০২২ সালের মার্চে মালেতে অনুষ্ঠিত কনক্লেভের ৫ম মিটিং এ আনুষ্ঠানিকভাবে যোগ দেয়।
Leave a Reply