বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ১১:১৪ পূর্বাহ্ন

কেয়ার গিভারদের মাঝে প্রশিক্ষণ সনদ ও উপহার বিতরণ

  • Update Time : রবিবার, ১৪ জুলাই, ২০২৪, ৭.৪২ পিএম

সারাক্ষণ ডেস্ক

 রাজধানীর উত্তরায় অবস্থিত সিমেক ইন্সটিটিউট অব টেকনোলোজি ভবন-২ এর মুছা অডিটোরিয়ামে অর্ধশতাধিকের বেশি প্রশিক্ষিত কেয়ার গিভার দের মধ্যে একটি জমকালো কেয়ারগিভার প্রশিক্ষণের সার্টিফিকেট, ক্রেস্ট ও Asset প্রজেক্টের লোগো সম্বলিত প্রশিক্ষণ সামগ্রি প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সার্টিফিকেট প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিমেক ইন্সটিটিউট অব টেকনোলজির প্রতিষ্ঠাতা চেয়ারম্যানইঞ্জিঃ সরদার মোঃ শাহীন, নির্বাহী পরিচালক ফোয়ারা ইয়াছমিন, পরিচালক ডক্টর সঞ্জীব রায়,সিমেক ইন্সটিটিউটের প্রিন্সিপাল ইঞ্জিঃ মোঃ আবু মুসা, সিমেক ইন্সটিটিউট এর কর্মকর্তা,ছাত্র ছাত্রী ও গণ্যমান্য অতিথিবৃন্দ।

সিমেক ইন্সটিটিউট অব টেকনোলজির কো-অর্ডিনেশন ম্যানেজার শায়লা জাফরীনের তত্ত্বাবধানে কো-অর্ডিনেশনঅফিসার সায়মা শারমিনের সঞ্চালনায় কেয়ারগিভিং কোর্সের সার্টিফিকেট প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিমেক ইন্সটিটিউট অব টেকনোলজির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইঞ্জিঃ সরদার মোঃ শাহীন সিমেক ইন্সটিটিউট অব টেকনোলজির প্রিন্সিপাল ইঞ্জিঃ মোঃ আবু মুসা। সিমেক ইন্সটিটিউটঅব টেকনোলজির পরিচালক ডক্টর সঞ্জীব রায় ও একাডেমিক কো-অর্ডিনেটর আরশাদ মাহমুদ।

অনুষ্ঠানে বক্তারা দেশে ও বিদেশে কেয়ারগিভিং এর ভবিষ্যৎ ও সঠিক নিয়ম মেনে কেয়ার গিভার প্রশিক্ষণ নিয়ে দেশে ও দেশের বাইরে গেলে কি কি সুযোগ তৈরি হতে পারে তার একটা দিক নির্দেশনা দেন।গত ২ বছরে সরকারী ও বেসরকারি অর্থায়নে প্রায় ৩ হাজারের ও বেশি কেয়ারগিভারকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে যারা দেশের ও দেশের বাইরের শ্রমবাজারে সুনামের সাথে দেশের অর্থনীতিতে অবদান রাখছে।

এই বছর সিমেক ইন্সটিটিউট অব টেকনোলজির অস্ট্রেলিয়া ও জাপানের অনেক নামি দামি ইন্সটিটিউট এর সাথে কেয়ার গিভার এর প্রশিক্ষণ নিয়ে চুক্তিবদ্ধ হতে যাচ্ছে। যা আগামীতে এই পেশায় সম্ভাবনার দুয়ার উন্মোচিত হতে সহায়তা করবে তদের জন্য যারা সিমেক ইন্সটিটিউট অফ টেকনোলোজি থেকে কেয়ারগিভিং প্রশিক্ষণটি গ্রহন করবেন। তাই কেয়ারগিভিং পেশায় প্রশিক্ষণের মাধ্যমে বাংলাদেশের বেকারত্বের সংকট অনেকটাই সমাধান করা সম্ভব বলে মনে করেন বক্তারা। এই প্রতিষ্ঠান সকলের জন্য দক্ষতা মূলক কোর্স পরিচালনা করে থাকে।

একজন কেয়ারগিভার বা পরিচর্যাকারী এমন একজন ব্যক্তি যিনি অপারেশন বা অস্ত্রোপচারের পরে অথবা সন্তান জন্মের পর মা ও শিশুর যত্নের প্রয়োজন এমন রোগীদের সাথে যান, যারা শয্যাশায়ী,বয়স্ক বা নিজের যত্ন নিতে অক্ষম তাদের কে সেবা করেন।সব শেষে একটি মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে শেষ হয় সিমেক ইন্সটিটিউট অব টেকনোলজির সার্টিফিকেট প্রদান অনুষ্ঠানটি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

kjhdf73kjhykjhuhf
© All rights reserved © 2024