হিন্দুস্তান টাইমস
কোপা আমেরিকা জিতল আর্জেন্টিনা। লাউতারোর একমাত্র গোলে জেয়ের স্বাদ নিল দেশটি। টানা দু’বার কোপা জিতে সবচেয়ে বেশি বার এই কাপ জেতার নজির স্থাপন করল তারা। আজ সোমবার মায়ামির হার্ড রক স্টেডিয়ামে আর্জেন্টিনাকে এই ত্রিমুকুট এনে দিলেন লাওতারো মার্টিনেজ। কলম্বিয়ার বিপক্ষে অতিরিক্ত সময়ে গড়ানো ডি মারিয়ার বিদায়ী ম্যাচে ১১২ মিনিটে গোল করেন লাওতারো। তার গোলেই কোপা আমেরিকায় টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হল লিওনেল মেসির দল। এতে স্পেনের পর এই ত্রিমুকুট জেতা দ্বিতীয় দল এখন আর্জেন্টিনা। ২০২১ সালে কোপা আমেরিকা, ২০২২ বিশ্বকাপ ও ২০২৪ কোপা আমেরিকার শিরোপা জিতলো দেশটি। এছাড়াও টানা দু’বার কোপা জিতে রেকর্ড ১৬ বার কোপা জেতার নজিরও তৈরি করল আর্জেন্টিনা।
পেরুর সাবেক প্রেসিডেন্ট আলবার্তো ফুজিমোরি ২০২৬ সালের নির্বাচনে লড়বেন
জাপান টাইমস
দক্ষিণ আমেরিকার দেশ পেরুর সাবেক প্রেসিডেন্ট আলবার্তো ফুজিমোরি এখন বয়সের ভারে ন্যুজ এবং আইনি লড়াইয়ে পর্যুদস্তু। রবিবার, তার মেয়ের বরাতে দিয়ে স্থানীয় মিডিয়া জানায়, সাবেক এই প্রবীণ রাজনীতিবিদ ২০২৬ সালের রাষ্ট্রপতি পদে নির্বাচনে পূণরায় অংশগ্রহণ করবেন।
হত্যা চেষ্টার পর ট্রাম্প-বাইডেন দুজনই শান্ত ও ঐক্যের পথে হাঁটছেন
রয়টার্স
চলতি বছরের নভেম্বরে অনুষ্ঠেয় নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের ওপর শনিবার হামলার ঘটনার নিন্দা জানিয়ে জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। ট্রাম্প রবিবার মিলাউইকিতে রবিবার আনুষ্ঠানিকভাবে রিপাবলিকান দলের প্রার্থী মনোনীত হয়েছেন। পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে প্রচার সমাবেশে কানে গুলিবিদ্ধ হন ট্রাম্প। এ ঘটনায় সমাবেশে অংশগ্রহণকারী কমপক্ষে একজন নিহত হয়েছেন। প্রাণ হারিয়েছেন সন্দেহভাজন হামলাকারীও।
বিরামহীম রক্তপাত গাজায়, আরো ১৭ জনের প্রাণহানি ইসরাইলী হামলায়
আল জাজিরা
গাজার কর্মকর্তারা বলছেন গতকাল ইসরাইলী সেনাবাহিনীর হামলায় আরো ১৭ জনের প্রাণহানি ও ৮০ জনের মতো বেসামরিক ব্যক্তি আহত হয়েছেন। নুসাইরাত রেফিউজি ক্যাম্পে অবস্থানরত এইসকল নিরীহ মানুষ বাড়িঘর ছাড়া হয়ে একটা একটা স্কুলে অবস্থান করছিলেন।
Leave a Reply