সারাক্ষণ প্রতিবেদক
অভিনয়ে তাঁর পথচলাটা দীর্ঘদিনের। দীর্ঘদিনের এই পথচলায় বহু নাটকে এবং বিজ্ঞাপনে কাজ করার পাশাপাশি বেশকিছু সিনেমাতেও তিনি অভিনয় করেছেন। তবে এবারই প্রথম তিনি কোনো ওটিটি প্লাটফরমের জন্য প্রথমবার কোনো স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন। তিনি ফারিহা শামস সেঁওতি। তার অভিনীত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির নাম ‘একটি খোলা জানালা’। এটি রচনা ও পরিচালনা করেছেন ভিকি জাহেদ। শিগগিরই একটি ওটিটি প্লাটফরমে প্রকাশ পাবে বলে নিশ্চিত করেছেন সেঁওতি।
তিনি আরো জানান, ‘একটি খোলা জানালা’ প্রকাশ উপলক্ষ্যে আজ বিকেলে একটিং সংবাদ সম্মেলনেরও আয়োজন করা হয়েছে। সেঁওতি প্রথমবারের মতো কোনো কাজের জন্য সংবাদ সম্মেলনে অংশগ্রহন করতে যাচ্ছেন। এই চলচ্চিত্রে সেঁওতি সালমা চরিত্রে অভিনয় করেছেন। তিনি জানান গেলো ঈদের আগেই এর কাজ সম্পন্ন হয়েছে।
সেঁওতি বলেন,‘ এক ঝড়ের রাতের কাহিনী একটি খোলা জানালা। পুরো টিম অনেক শ্রম দিয়ে কাজ করেছে। আমার কাছে মনে হয় যে একজনের কারণে কোনো কাজ ভালো হয়না। একটি ভালো কাজ হয়ে উঠার নেপথ্যে টিমওয়ার্কটা খুউব জরুরী। টিমওয়ার্কটা ভালো ছিলো। যে কারণে একটি খোলা জানালা নিয়ে আমি খুউব আশাবাদী হয়ে উঠেছি। এই কাজের জন্য তিনদিনের জায়গায় আমি চারদিন সময় দিয়েছি। এতে আরো যারা অভিনয় করেছেন প্রত্যেকেই যার যার চরিত্রে সর্বাত্বক চেষ্টা করেছেন নিজেকে ফুটিয়ে তুলতে। আমার প্রবল বিশ্বাস একটি খোলা জানালা দর্শকের ভালো লাগবে।’
এদিকে সেঁওতি এরইমধ্যে শেষ করেছেন ‘বিভাভরী’ নামক একটি ওয়েব ফিল্মের কাজ। এতে তার সহশিল্পী হিসেবে আছেন ইরেশ যাকের ও সাদিয়া আয়মান। শেষ করেছেন আরএফএল’র একটি বিজ্ঞাপনের কাজ। কিছুদিন আগেও সেঁওতির নতুন বিজ্ঞাপন ডাবর হানি, ব্র্যাক ব্যাংক, নেসক্যাফে প্রচারে এসেছে। এদিকে বিভিন্ন চলচ্চিত্র উৎসবে সেঁওতি অভিনীত আকরাম খান পরিচালিত ‘নকশী কাঁথার জমিন’ নানান ক্যাটাগরিতে পুরস্কৃত হয়েছে। আশা করা যাচ্ছে চলতি বছরেই সিনেমাটি মুক্তি পাবে।
এই সিনেমাতে সেঁওতি একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। তবে সেঁওতি অভিনীত ওয়েব ফিল্ম রায়হান রাফি পরিচালিত ‘অমীমাংসিত’ সেন্সরে আটকে গেছে। ২০০৪ সালে মোস্তফা সরয়ার ফারুকীর পরিচালনায় ‘সিক্সটি নাইন’ ধারাবাহিকে অভিনয়ের মধ্যদিয়ে মিডিয়াতে তার পথচলা শুরু। তবে তার আগে তিনি বিটিভিতে সংবাদ পাঠ ও এনটিভিতে উপস্থাপনা করতেন। তার অভিনীত অন্যান্য সিনেমাগুলো হচ্ছে ‘কমলার রকেট’,‘ উনপঞ্চাস বাতাস’।
Leave a Reply