শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ০৭:৫৩ পূর্বাহ্ন

লাভ রেইন’-এ প্রশংসিত নীহা

  • Update Time : মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪, ১২.০০ এএম

সারাক্ষণ প্রতিবেদক 

বাংলাদেশের নাট্যাঙ্গনের একেবারে ঠিক এই সময়ের অন্যতম প্রিয় মুখ নাজনীন নীহা। নীহা খুব বেছে বেছে ভালো ভালো গল্পের নাটকে অভিনয় করেন। খুব বেশিদিন যে হয়েছে  অভিনয়ের দুনিয়ায় তার পথচলা এমনটা নয়। কিন্তু অল্পকিছু দিন যেতে না যেতেই তিনি ঠিকঠাক বুঝেশুনেই ভালো গল্পের প্রতি মনোযোগী হয়ে উঠেছেন।

কারণ তিনি বিশ্বাস করেন ভালো গল্পের নাটকই দর্শক বহুকাল মনে গেঁথে রাখেন, চরিত্রও মনে পুষে রাখেন যত্ন করে। তাই ভালো গল্পের দিকেই তার ঝুক বেশি। নীহা অভিনীত সর্বশেষ দর্শকপ্রিয় এবং ভীষণ প্রশংসিত নাটক ছিলো গত ভালোবাসা দিবসে প্রকাশিত ‘লাভ লাইন’ নাটকটি। নাটকটি নির্মাণ করেছিলেন প্রবীর রায় চৌধুরী। নাটকটি দুই কোটিরও বেশি ভিউয়ার্স উপভোগ করেছেন গত চার মাসেরও বেশি সময়ে। এতে নীহার বিপরীতে অভিনয় করেছিলেন জোভান। আর কোরবানীর ঈদে প্রকাশ পেলো নীহা অভিনীত জাকারিয়া শৌখিন পরিচালিত নাটক ‘লাভ রেইন’।
এতে নীহার বিপরীতে দুই প্রেমিকের চরিত্রে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব ও আবু হুরায়রা তানভীর। নাটকটির গল্প রচনা করেছেন জাকারিয়া শৌখিন ও সোহেল রানা শ্রাবণ। এই নাটকে সারা চরিত্রে অভিনয় করে দর্শকের মধ্যে মুগ্ধতা ছড়িয়েছেন তিনি আবারো। নীহা দর্শকের প্রতি ভীষণ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। আবার নীহা দর্শককে আহ্বান জানিয়েছেন তার অভিনীত নতুন আরো একটি নাটক দেখার জন্য। নতুন নাটকের নাম ‘অবুঝ পাখি’। এই নাটকে তিনি এই প্রজন্মের জনপ্রিয় অভিনেতা ইয়াশ রোহানের অুবঝ পাখি চরিত্রে অভিনয় করেছেন। নীহা জানান শিগগিরই নাটকটি ইউটিউবে প্রচারে আসবে। এদিকে আজ নীহার জন্মদিন। জন্মদিনের পুরোটা সময় তার পরিবাারের সাথেই কাটবে বলে জানালেন।
‘লাভ রেইন’, ‘অবুঝ পাখি’ এবং জন্মদিন প্রসঙ্গে নাজনীন নীহা বলেন,‘ এর আগেও তৌসিফ ভাইয়ার সঙ্গে কাজ করেছি। প্রতিটি নাটকের জন্যই বেশ ভালো সাড়া পেয়েছি। তবে এবারের নাটকের জন্য যেন আরো অনেক বেশি সাড়া পাচ্ছি। শৌখিন ভাই ভীষণ যত্ন নিয়ে কাজ করেন। তার আবারো প্রমাণ আমাদের লাভ রেইন। দর্শকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা, কারণ তারা আমার অভিনীত নাটকগুলো প্রবল আগ্রহ নিয়ে উপভোগ করেন। তাদের রেসপন্স-এ আমি মুগ্ধ। অবুঝ পাখি-নাটকটিরও গল্প খুব চমৎকার।
এই নাটকটিও দেখার জন্য দর্শকের প্রতি বিশেষ অনুরোধ রইলো। আর জন্মদিনে সবার কাছে দোয়া চাই যেন আল্লাহ আমাকে, আমার পরিবারের সবাইকে সুস্থ রাখেন, আমি যেন আরো ভালো ভালো গল্পের নাটক দর্শককে উপহার দিতে পারি।’ এদিকে জাকারিয়া শৌখিনের পরিচালনায় ‘মন দুয়ারী’ নাটকটির কিছু কাজ এখনো বাকী আছে। তাই এই নাটকটি ঠিক কবে নাগাদ প্রচারে আসবে তা এখণো চুড়ান্ত হয়নি। এতে নীহা অভিনয় করেছেন অপূর্ব’র বিপরীতে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

kjhdf73kjhykjhuhf
© All rights reserved © 2024