রয়টার্স
শনিবার যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় নির্বাচনী সমাবেশে বক্তব্য দেওয়ার সময় ট্রাম্পকে লক্ষ্য করে গুলি ছোঁড়েন এক হামলাকারী। গুলি ট্রাম্পের ডান কানে লাগলে তিনি সামান্য আহত হন। এরপর মিলওয়াকিতে গতকাল ১৫ জুলাই রিপাবলিকান পার্টির চার দিনব্যাপী জাতীয় সম্মেলন শুরুর দিন প্রথম প্রকাশ্য কোনও অনুষ্ঠানে হাজির হলেন সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট। তার ডান কানে বড় একটি ব্যান্ডেজের দিকেই সবার দৃষ্টি নিবদ্ধ ছিল ।
আগাম ফলাফলেই পল কাগামী ৯৯% ভোটে পূন: নির্বাচিত
ডি ডব্লিউ
আফ্রিকার দেশ রুয়ান্ডায় সোমবারের জাতীয় নির্বাচনে চতুর্থ বারের মতো বর্তমান প্রেসিডেন্ট পল কাগামী ৯৯% ভোটে চতুর্থবারের মতো নির্বাচিত হয়েছেন। সোমবার সন্ধায় ভোট শেষ হতেই নির্বাচন কমিশন কাগামীর পক্ষে ৯৯% ভোট পড়েছে বলে ঘোষণা দিয়েছে।
ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় অনুদান দিলেন ইলন মাস্ক
সিজিটিএন
আমেরিকান শীর্ষ ধনকুবের ইলন মাস্ক আগামী নভেম্বরের নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে জেতাতে কাজ করছে এমন একটি গ্রুপকে অনুদান দিয়েছেন বলে একটি সূত্র জানিয়েছে। বিশ্বের শীর্ষ এই ধনী শুরু থেকেই বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের একজন সমালোচক। বিভিন্ন সময়ে তিনি বাইডেনের কার্যক্রমের সমালোচনা করেছেন। একমাস নির্বাচনী কার্যক্রম চালাতে তিনি $৪৫ মিলিয়ন আর্থিক অনুদান দিয়েছেন বলে জানিয়েছেন।
গাজার ক্যানসার হাসপাতালকে সেনা ক্যাম্প হিসেবে ব্যবহার করছিল ইসরাইলী সেনাবাহিনী
আল জাজিরা
গাজার বিশেষায়িত ক্যানসার হাসপাতালকে কয়েক মাস ধরে সেনা ক্যাম্প হিসেবে ব্যবহার করছিল ইসরাইলী সেনাবাহিনী। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে তুরস্ক। তুরস্ক আরো বলেছে, যারা এধরনের অমানবিক অপরাধ করেছে তাদেরকে আন্তর্জাতিক আদালতে আইনের আওতায় এনে বিচারের সম্মুখীন করা হবে।
Leave a Reply