শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ০৭:৫২ পূর্বাহ্ন

ইণ্ডাষ্ট্রির স্বার্থেই প্রয়োজন আরশাদ আদনানকে

  • Update Time : বুধবার, ১৭ জুলাই, ২০২৪, ৭.০০ এএম
সারাক্ষণ প্রতিবেদক
আরশাদ আদনান, দেশের আলোচিত এবং নিবেদিত একজন সংস্কৃতিমনা চলচ্চিত্র প্রেমী প্রযোজক। তবে চলচ্চিত্র প্রযোজনা করার বহু আগে থেকেই তিনি অসংখ্য নাটকও প্রযোজনা করেছেন। তার প্রযোজিত নাটকে বাংলাদেশের বহু তারকাশিল্পী অভিনয় করেছেন। যারা এখনো নাটকে নিয়মিত কাজ করছেন। ইণ্ডাষ্ট্রির একটা প্রচলিত গল্পের কথা সবাই জানেন। আর তা হলো এক বিমানে করেই সকল শিল্পীকে নিয়ে কক্সবাজারে শুটিং-এর উদ্দেশ্যে উড়াল দিয়েছিলেন আরশাদ আদনান ১২টি নাটকব নির্মাণের উদ্দেশ্যে।
সেসব নাটকে আজ থেকে এক যুগ আগে অভিনয় করেছিলেন আমিন খান, অপূর্ব, আজাদ আবুল কালাম, শহীদুজ্জামান সেলিম, পার্থ বড়ুয়া, মোশাররফ করিম, নিলয় আলমগীর, তানভীর,  তারিন, রোমানা, জেনি, শশী, আলভী, অর্ষা, তানিয়া বৃষ্টি, উর্মিলা শ্রাবন্তী কর’সহ আরো অনেক শিল্পী। সেইসময় ইণ্ডাষ্ট্রিতে বিয়ষটি নিয়ে বেশ আলোচনার সৃষ্টি করে। এরপরও আরশাদ আদনানের প্রযোজনা সংস্থা ‘ভার্সেটাইল মিডিয়া’ থেকে অনেক নাটক নির্মিত হয়েছে। তবে শুধু নাটক নির্মাণেই যে তিনি ব্যস্ত ছিলেন এমনটি নয়। সিনেমাতেও প্রযোজনায় আসেন তিনি।
আলভী আহমেদ’কে দিয়ে ‘ইউটার্ন’ ও হিমেল আশরাফকে দিয়ে ‘সুলতানা বিবিয়ানা’ নির্মাণ করান তিনি। সময়ের ধারাবাহিকতায় তারই প্রযোজনায় সংস্থা থেকে নির্মিত হয় হিমেল আশরাফের পরিচালিনায় শাকিব খান ও ইধিকা পালকে নিয়ে সিনেমা ‘প্রিয়তমা’। গেলো বছর কোরবানীর ঈদে মুক্তি পায় সিনেমাটি। সাম্প্রতিক কালের সিনেমার ব্যবসার সকল হিসেবে নিকেশ বদলে দেয় আরশাদ আদনানের ‘প্রিয়তমা’। শুধু তাই নয় ক্যারিয়ারে ‘প্রিয়তমা’ দিয়েই নতুন করে তুমুল আলোচনায় আসেন সুপারস্টার শাকিব খান। তারও ক্যারিয়ারের হিসেবে নিকেশ বদলে যায়। ব্যবসায়িক হিসেবে নিকেশে ‘প্রিয়তমা’ ব্লকবাস্টার সিনেমা হয়।
প্রথম সিনেমায় ইধিকা পালও র্দশকের কাছে ব্যাপকভাবে সমাদৃত হন। পরবর্তীতে গত রোজার ঈদে আরশাদ আদনানেরই প্রযোজনায় হিমেল আশরাফের পরিচালনায় মুক্তি পায় ‘রাজকুমার’ সিনেমাটি। এই সিনেমাতেও অনবদ্য অভিনয়ের জন্য দেশে বিদেশে ব্যাপক প্রশংসা কুঁড়ান শাকিব খান। এই সিনেমাও ব্যবসায়িক হিসেবে বেশ সফলতা পায়। পরপর দুই বছরে দুটি হিট সিনেমা প্রযোজনার মধ্যদিয়ে চলচ্চিত্র ইণ্ডাষ্ট্রিকে চাঙ্গা রেখেছেন একজন আরশাদ আদনান।
তাই ইণ্ডাষ্ট্রির প্রয়োজনেই আরশাদ আদনানকে নিয়মিত চলচ্চিত্র প্রযোজনায় রাখা চলচ্চিত্র পরিবারেরই দাবী। আরশাদ আদনান বলেন,‘ মনেপ্রাণে আমি একজন সংস্কৃতিপ্রেমী মানুষ, বিশেষত চলচ্চিত্রপ্রেমী। আমার পরপর দুটি সিনেমা প্রিয়তমা ও রাজকুমার ব্যবসা সফল হয়েছে, দর্শকের রায়ে এই দুটি সিনেমা সময়ের সেরা সিনেমা। তো প্রযোজক হিসেবে আমি অবশ্যই অনুপ্রাণিত।
আমি যেহেতু মনেপ্রাণে একজন চলচ্চিত্র প্রেমী, তাই প্রযোজনার মধ্যদিয়ে আমি চলচ্চিত্রের জন্য নিজেকে নিবেদিত রেখেই কাজ করে যেতে চাই, চলচ্চিত্রাঙ্গন এবং চলচ্চিত্র পরিবারের স্বার্থেই চলচ্চিত্রকে উজ্জ্বীবিত রাখতেই আমি আগামীতে কাজ করে যেতে চাই। আমার বিশ^াস সবাইকে আমি আমার পাশে পাবো।’ আরশাদ আদনান জানান শিগগিরই নতুন সিনেমা নির্মাণের ঘোষনা আসছে। তিনি বর্তমানে ‘টেলিপ্যাব’র সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

kjhdf73kjhykjhuhf
© All rights reserved © 2024