পৃথিবীতে মানুষকে সফল হতে হলে সব ক্ষেত্রে নেতৃত্বের গুনাবলী অর্জন করতে হয়। নেতা মানে কখনও এই নয় যে সে অন্যকে নেতৃত্ব দিবে। নিজের প্রতিটি কাজের নেতাও নিজেকে হতে হয়। এ কারণে জীবনে সব থেকে বেশি প্রয়োজন নেতৃত্বের গুনগুলো নিজের জীবনা চারণের মধ্যে নিয়ে আসা। মানুষ দীর্ঘ অভিজ্ঞতা ও সফল মানুষের জীবন বিশ্লেষণ করে নেতৃত্বের নানান গুন বা আচরণ নির্ধারণ করেছে।
সারাক্ষণে ধারাবাহিকভাবে প্রকাশ করা হবে তেমনি কিছু স্মার্ট নেতা হবার গুনাবলী ।
চেষ্টা করছি বলার অর্থ কোন কিছু না করারই একটা অজুহাত মাত্র
অনেকে অনেক কিছু করবো বলেন, বাস্তবে সেটা করার জন্যে প্রতিজ্ঞাবদ্ধ হন না। যারা শুধু বলেন কিছু করছি- তারা প্রকৃতপক্ষে কিছু করেন না। তারা মুখে করবো করবো বলেন, কিন্তু যে কাজ করতে হবে তা করার জন্যে একের পর এক পথ খোঁজেন না। তাদের অবস্থা এমন, একজন সকালে বৃষ্টিতে ঘুম থেকে উঠে যদি দেখেন বৃষ্টি হচ্ছে, তিনি তখন বলেন “আমি কাল ব্যায়াম করব। আজ বৃষ্টি হচ্ছে আজ আর বাইরে যাব না। বরং একটু শুয়ে থাকি। যিনি প্রকৃত ব্যায়াম করেন, তিনি অন্য রকম চিন্তা করেন, তিনি বলেন, আজ যখন বৃষ্টি হচ্ছে তখন ব্যায়ামটা ঘরের মধ্যেই সেরে ফেলি।
কাজটা গুরুত্বের সঙ্গে নিন, তবে নিজেকে হালকা রাখুন
আজকের নেতাদের হাসির গুরুত্ব শিখতে হবে, না হলে তিনি দলের বা টিমের লোকদেরকে কাজে আনন্দ উপভোগ করার সত্যটা শেখাতে পারবেন না। যতক্ষণ না টিমের লোক কাজে আনন্দ না পাবে, ততক্ষণ প্রকৃত কাজ হবে না। আর নেতাকে এ পথে এগুতে হলে অবশ্যই একজন আনন্দদায়ক মানুষ হতে হবে। অর্থাৎ তাকে হতে হবে হাসির বিলিনিয়র। যেন দলের লোক তাকে দেখলে খুশি হন।
আচরনের পরিবর্তন ছাড়া দুঃখপ্রকাশ করার কোন অর্থ নেই
আপনি যে প্রকৃতপক্ষে দুঃখিত তা প্রমাণ করার একমাত্র উপায় হল আপনার আচরণ পরিবর্তন করা। আপনি যাদের বা দলের এমনকি কাজের যে ক্ষতি করেছেন তা যে আর কখনও করবেন না সেটা বোঝাতেকখনই দুঃখপ্রকাশ করাই যথেষ্ট নয়। আপনি আপনার আচরণ পরিবর্তন করেই প্রমান করুণ আর কখনও এমনটি করবেন না। বাস্তবে আচরণের পরিবর্তনই প্রকৃত দুঃখপ্রকাশ।
Leave a Reply