সারাক্ষণ প্রতিবেদক
কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে স্থবির হয়ে গিয়েছিল দেশ। গত সপ্তাহে চলেছে নৈরাজ্য-সহিংসতা। পরিস্থিতি হয়ে পড়েছিল অস্থিতিশীল। সময়টা অন্যদের মতো ভালো কাটেনি সিয়াম আহমেদের। সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘একটা দমবন্ধ সময় পার করছি। বাসায় আছি গত কয়েকদিন। আমাদের প্রিয় দেশটার বয়স ৫০ পার হওয়ার পরও যদি এরকম সময় পার করতে হয় তাহলে এটা খুব দুঃখজনক। অন্য সবার মতো আমিও দ্রুত স্বাভাবিক সময়ে ফিরতে চাই।’
এতদিন শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করেছিলেন সিয়াম আহমেদ। শেষ করেছেন ‘জংলি’র শুটিং। ছবিটির মুক্তি নিয়ে তিনি বলেন, ‘আমাদের তো শুরুতে পরিকল্পনা ছিল গেল ঈদে মুক্তি দেওয়ার। কিন্তু সেটা হয়নি। এখন আমরা ভাবছি আসছে অক্টোবরে পূজা উপলক্ষে মুক্তি দেওয়ার। তবে সেটা নির্ভর করবে পোস্ট প্রোডাকশনের কাজ শেষ করার উপরে।’ ‘জংলি’র গল্প আজাদ খানের।চিত্রনাট্য লিখেছেন সুকৃতি সাহা ও মেহেদী হাসান। ছবির গানগুলোর কথা সুর ও সংগীত করেছেন জনপ্রিয় সুরকার প্রিন্স মাহমুদ। ছবিটিতে সিয়ামের বিপরীতে আছেন শবনম বুবলী ও প্রার্থনা ফারদিন দীঘি। আরও অভিনয় করেছেন সোহেল খান, দিলারা জামান, রাশেদ মামুন অপু, শহীদুজ্জামান সেলিম প্রমুখ।
Leave a Reply