সারাক্ষণ প্রতিবেদক
বাংলাদেশের টিভি নাটকের অন্যতম জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী জাকিয়া বারী মম অভিনীত নতুন ধারাবাহিক নাটক সৈয়দ শাকিল পরিচালিত ‘নীল ঘূর্ণি’ শিগগিরই আরটিভিতে প্রচার শুরু হতে যাচ্ছে। নাটকটি রচনা করেছেন শফিকুর রহমান শান্ত্বনু। ধারাবাহিকটির প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন অপূর্ব ও মম।
ধারাবাহিকটিতে অভিনয় প্রসঙ্গে অপূর্ব বলেন,‘ এই ধারাবাহিকটিতে আজ থেকে প্রায় পাঁচ বছর আগে অভিনয় করেছিলাম। তখন আমি আর মম বহু খণ্ড নাটকে অভিনয় করেছি। আমাদের অভিনীত নাটকগুলো দর্শকের মধ্যে বেশ সাড়াও ফেলেছিলো। বলা যেতে পারে আমার অভিনীত শেষ ধারাবাহিক নাটক নীল ঘূর্ণি। গল্পটা খুউব চমৎকার। গল্পের কারণেই এই ধারাবাহিকে অভিনয় করা হয়েছিলো।
এরপর আমি আর কোনো ধারাবাহিক নাটকে অভিনয় করিনি। খণ্ড নাটকে কাজ করা নিয়েই ব্যস্ত ছিলাম। আর এখনতো ওটিটি প্লাটফরমের কাজ নিয়েই ব্যস্ত। শাকিল ভাই ভীষণ গুনী একজন নির্মাতা। অনেক অভিজ্ঞ একজন পরিচালক। এই ধারাবাহিকের পর আমি শাকিল ভাইয়ের নির্দেশনায় আরো বেশকিছু ভালো ভালো গল্পের কাজ করেছি। সেগুলোও দর্শকপ্রিয়তা পেয়েছে। আশা করছি নীল ঘূর্ণি ধারাবাহিকটিও দর্শকের ভালোলাগবে।’
নির্মাতা সৈয়দ শাকিল বলেন,‘ আশা করছি আগামী মাসে আরটিভিতে আমার নির্মিত এই ধারাবাহিকটির প্রচার শুরু হবে। অপূর্ব, মম’সহ আরো যারা এতে অভিনয় করেছেন প্রত্যেকেই যার যার চরিত্রে বেশ যত্নশীল ছিলেন। আমার বিশ্বাস ধারাবাহিকটি দর্শকের ভালোলাগবে।’ সৈয়দ শাকিলের নির্দেশনায় এর আগে অপূর্ব ‘সম্রাট’,‘ সোনার শিকল’ ও ‘অফ দ্য রেকর্ড’ ধারাবাহিকে অভিনয় করেছিলেন।
অন্যদিকে মম তারই নির্দেশনায় ‘অফ দ্য রেকর্ড’ ধারাবাহিকে অভিনয় করেছিলেন। অপূর্ব মম অভিনীত উল্লেখযোগ্য খণ্ড নাটক-টেলিফিল্ম হলো ‘তুমি নাই’, ‘বিনি সুতোর টান’, ‘প্রেম তুমি, ‘নীল প্রজাপতি’, ‘আপন যে জন’,‘ থাপ্পর থেরাপি’,‘ শেষ পর্যন্ত’,‘ গল্পের শেষে’,‘ প্রিয় ভাষিনী’,‘ অপেক্ষার তুমি’,‘ প্রেমিক পুরুষ’ ইত্যাদি।
Leave a Reply