সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ০৩:১০ পূর্বাহ্ন

নিম্ন আয় ও দুঃস্থদের মাঝে স্বাচিপের ত্রাণ বিতরণ

  • Update Time : শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ৪.২০ পিএম

সারাক্ষণ ডেস্ক

কোটা আন্দোলন ও দুর্বৃত্তদের নাশকতার কারণে সৃষ্ট পরিস্থিতিতে ক্ষতির সম্মুখীন নিম্ন আয়, খেটে খাওয়া মানুষ ও দুঃস্থদের মাঝে স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ)-এর উদ্যোগে আজ শনিবার ২৭ জুলাই ২০২৪ইং তারিখে রাজধানী শাহবাগ মোড়ে ত্রাণ (চাল, ডাল, তেলসহ খাদ্য সামগ্রী) বিতরণ করা হয়েছে।  উক্ত মহতী কর্মসূচীতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. দীন মোঃ নূরুল হক, সম্মানিত উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, স্বাচিপের সভাপতি অধ্যাপক ডা. জামাল উদ্দিন চৌধুরী, মহাসচিব ডা. কামরুল হাসান মিলন, বিএসএমএমইউ’র রেজিস্ট্রার অধ্যাপক ডা. এবিএম আব্দুল হান্নান, প্রক্টর অধ্যাপক ডা. মোঃ হাবিবুর রহমান দুলাল, নাক কান গলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. এএইচএম জহিরুল হক সাচ্চু, স্বাধীনতা চিকিৎসক পরিষদের বিএসএমএমইউ শাখার সদস্য সচিব সহযোগী অধ্যাপক ডা. আরিফুল ইসলাম টিটো, সহযোগী অধ্যাপক ডা. কেএম তরিকুল ইসলাম, সহকারী অধ্যাপক ডা. জাকির হোসেন সুমন, ডা. জাহান শামস নিটল প্রমুখসহ স্বাচিপের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কর্মসূচীতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. দীন মোঃ নূরুল হক কোটা আন্দোলন ও দুর্বৃত্তদের নাশকতার কারণে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। দুর্বৃত্তদের নাশকতার কারণে মেট্রোরেলসহ বিভিন্ন সরকারী স্থাপনার ক্ষতি মোকাবিলায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সকলকে ঐক্যবদ্ধ হয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

kjhdf73kjhykjhuhf
© All rights reserved © 2024