পিয়ের পল দারাক ও ভেলাম ভান সেন্দেল
অনুবাদ : ফওজুল করিম
সারিবদ্ধ বাক্স
বাক্সবন্ধ করা
নীলের বাক্স বানানো হয় সাধারণ শুকনো কাঠ দিয়ে। এগুলোর দৈর্ঘ্য ও প্রস্থ তিন ফিট করে আর উচ্চতা দেড় ফিট। ইষ্ট ইন্ডিয়া কোম্পানী এই মাপ নির্দ্ধারণ তিনা ফিট কনো এই মাপের বাক্স জাহাজে বহন করতে সুবিধা ।এর পাঁচটি বাক্সে হয়। এক টন। এই পেটিগুলোর প্রতি পাশে আছে তিনটে করে আংটা। জাহাজে এই আইটাগুলো পেটিকে শক্তভাবে আটকে রাখে বলে এগুলো নড়াচড়া করতে পারে না ও তার ফলে নীলের খন্ডগুলো ভাঙে না। নীলের খন্ডগুলো রাখার আগে চারপাশে কাপড় দিয়ে এমনভাবে রাখা হয় যাতে সেগুলো ভেঙে না যায়। পেটির ভেতরে নীলের খন্ডগুলোকে সারি সারি করে রাখা হয়। প্রথম সারির উপর দ্বিতীয় সারি এইভাবে। তারপর আবার কাপড় দিয়ে সবগুলোকে জড়িয়ে রাখা হয়। এ ধরনের একটি পেটিকা সাড়ে তিন থেকে চার মণ ওজনের হয়।
নীলের টুকরো
শুকানোর ঘর
নীলের খন্ডগুলো চাপ দিয়ে আকারে আনার পর যে ঘরে এগুলো রাখা হয় শুকানোর জন্যে সেই ঘরের কথা বলছি। যথেষ্ঠ হাওয়া প্রবাহ থাকা উচিত এই ঘরে এবং ঘরটি হওয়া উচিত বয়লার থেকে বেশ দূরে, যাতে আগুন লাগার ভয় না থাকে। ঘরটি হওয়া উচিত আয়তক্ষেত্র, তবে লম্বাটে ধরনের। ঘরটি কতগুলো খিলানযুক্ত থাম্বার উপর একটি শেড দিয়ে বানানো হলেই ভাল, কেননা এতে ঘরের মধ্যে অবাধে হাওয়া চলাচল করবে। খিলানগুলো চার দেয়ালেই থাকবে তাতে হাওয়া ঢুকবে ঘরে এবং এতে নীলের খন্ডগুলো শুকানোর কাজ ভালভাবে হবে।
Leave a Reply