পিয়ের পল দারাক ও ভেলাম ভান সেন্দেল
অনুবাদ : ফওজুল করিম
আমি যে তিন ধরনের বীজ যোগাড় করে ‘লা বর্দিলাইস’ জাহাজযোগে পাঠিয়েছি তা দিয়ে এ বছর কিংবা আগামী বছরের প্রথম দিকে কাজ শুরু করা যেতে পারে। লা বর্দিলাইস জাহাজের পর, প্রথম যে জাহাজ গঙ্গা নদী থেকে ফ্রান্সের উদ্দেশ্যে রওনা দেবে, সে জাহাজে করে চন্দননগরের প্রশাসক আরও বীজ পাঠাচ্ছেন। সম্ভবতঃ জাহাজটির নাম ‘লা ফেবার্স। এই দু’বারের বীজ একত্রে চব্বিশ কুইন্টেল-এর মত হবে। বঙ্গদেশের পরিমাণমত ধরলে এ পরিমাণ বীজ দিয়ে ১২০ থেকে ১২৫ আরপেন্টস জমি আবাদ করা যাবে।
এই পরীক্ষামূলক নীল চাষ যদি আশানুরূপ হয় তাহলে সেনেগালে নীল চাষের সম্ভাবনার কথা ভাবা যাবে। সেনেগালে নীল চাষ সফল করতে হলে সরকারকে আত্মত্যাগের জন্য প্রস্তুত থাকতে হবে নয়তো এমন ধরনের একাধিক লোক যোগাড় করতে হবে যাদের দক্ষতা ও জ্ঞান প্রকল্পের সাফল্য নিশ্চিত করবে। একাধিক বললাম এইজন্যে যে নীল উৎপাদনের একটি কেন্দ্র যথাযথভাবে চালাতে একজনের বেশি লোক দরকার।
একজন লোক সে যত নিবেদিত প্রাণ ও কর্মক্ষম হোক না কেন, তার তো অসুখ হতে পারে অথবা সে কোনো দুর্ঘটনায় পড়তে পারে, যার ফলে গোটা সংগঠন মুখ থুবড়ে পরতে পারে। এমন কি বঙ্গদেশে যেখানে সংগঠনের প্রতিটি লোক যার যার কাজের সম্পর্কে সুদক্ষ সেখানেও একা একজনের পক্ষে একটি নীলের প্রতিষ্ঠান পরিচালনা করা সম্ভব নয়।
Leave a Reply