শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ০৯:৫২ অপরাহ্ন

নীলের বিশ্বায়ন – নীল ও ঔপনিবেশিক বাংলায় গোয়েন্দাগিরি (শেষ-পর্ব)

  • Update Time : শুক্রবার, ৯ আগস্ট, ২০২৪, ১০.০০ পিএম

পিয়ের পল দারাক ও ভেলাম ভান সেন্দেল

অনুবাদ : ফওজুল করিম


এর উপর আছে ভবন নির্মাণ ও মেরামত, মেশিনপত্র দেখাশুনা- এসব একজনের পক্ষে করা সম্ভব নয়। একই সাথে বহু কিছু তদারক করা ও কয়েকশত লোক খাটানো কোনো একজনের পক্ষে সম্ভব নয়।

বঙ্গদেশে মাঝারি ধরনের অর্থাৎ যাতে বারোটি থেকে পনেরোটি জলাধার আছে, এমন একটি নীল উৎপাদনকারী প্রতিষ্ঠানে নিম্নোক্ত উচ্চপদস্থ কর্মচারীর প্রয়োজন:

ম্যানেজার

দুজন সহকারী

নিম্ন পদস্থ কর্মচারীদের মধ্যে থেকে দুজন তত্ত্বাবধায়নকারী

আমি যে আকারের প্রতিষ্ঠানের কথা বলেছি তা পরিচালনা করতে বাংলাদেশে যদি পাঁচ জন কর্মচারীকে উপযুক্ত মনে করা হয়ে থাকে তাহলে এমন মনে করার কোনো কারণ নেই সেনেগালেও তাই লাগবে। কেননা, এ ব্যাপারে সেনেগালে সব কিছুই হবে একেবারে নতুন ও আনকোরা।

বঙ্গদেশে চন্দননগরের নিকটস্থ কিষেণগড় জেলায় পনেরো থেকে আঠারটি জলাধার সম্বলিত একটি নীলের প্রতিষ্ঠানের পরিচালনা ব্যয় বার্ষিক ৩৬,০০০ টাকা থেকে ৪০,০০০ টাকা (৯০ হাজার থেকে ১,০০,০০০ ফ্রাঙ্ক) হবে, কারখানা ভবন, যন্ত্রপাতি ও অন্যান্য সরঞ্জামের সুদ বাদ দিয়ে।

এই রিপোর্টের সঙ্গে আমার ব্যক্তিগত মন্তব্য জুড়ে দিয়েছি এই জন্যে যে তাতে সরকারী প্রকল্প সাফল্যমন্ডিত হবে। বঙ্গদেশের ফরাসী উপনিবেশের প্রশাসক যখন এ কাজে নিযুক্ত করেন আমাকে তখন তিনি বলেই দিয়েছিলেন যে আমার কাছে প্রয়োজনীয় মনে হয় এমন সব কিছু যাতে আমি বলি। অতএব, আমার আশা, অতিরিক্ত মন্তব্য যা আমি করেছি তা অযৌক্তিক হবে না। আমি আশা করি নৌ-বাহিনী ও উপনিবেশের মাননীয় মন্ত্রী- যিনি আমাকে এই রিপোর্ট প্রণয়নের জন্য মনোনীত করেছেন তিনি আমার এই মন্তব্যসমূহ যথার্থভাবে বিবেচনা করবেন কেননা এ বিষয়ে যাবতীয় তথ্য ও সংবাদ সংগ্রহের দায়িত্ব দিয়ে ও প্রশাসনিক মুখ্য ব্যক্তি হিসাবেই আমি এখানে এসেছি। আমার আসার পর মুহূর্ত থেকে একনিষ্ঠভাবে এই কাজেই নিয়োজিত রয়েছি। আশা করি আমার পাঠানো এসব তথ্য প্রয়োজনীয় কাজে লাগবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

kjhdf73kjhykjhuhf
© All rights reserved © 2024