শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
হামাস তিনজন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিচ্ছে, পাল্টা হিসেবে মুক্তি পাচ্ছে ফিলিস্তিনি বন্দিরা সুপ্রীমকোর্টে নিরাপত্তা ব্যাবস্থা জোরদার  পরিবর্তন হয়নি ভোজ্য তেলের দাম, দুটি বড় কোম্পানির কোন তেল নেই বাজারে শীতকালীন সবজি কমে গেলে মুদ্রাস্ফীতি ধরে রাখা যাবে কি এবারও ফরচুন বরিশাল- পর পর দুইবার চ্যাম্পিয়ান ট্রপি তাদের হাতে ট্রাম্পের রাজদরবারে ফরিদ পুঁজিবাজার থেকে তহবিল সংগ্রহের কাজ এক প্রকার বন্ধ টলস্টয়ের স্মৃতি (শেষ-পর্ব) গাজীপুরে শুক্রবার রাতে সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে কী ঘটেছিল? হাসিনা বা আ. লীগের কারো সম্পত্তিতে আর কোনো হামলা না করার আহ্বান প্রধান উপদেষ্টার

দেশের মানুষ চায় প্রতিটি হত্যার নিরপেক্ষ তদন্ত এবং সে অনুযায়ী বিচার-জিএম কাদের

  • Update Time : মঙ্গলবার, ৩০ জুলাই, ২০২৪, ৫.১১ পিএম

সারাক্ষণ ডেস্ক

বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি বলছেন, ইন্টারনেট পরিসেবা পূর্নাঙ্গভাবে চালু করতে হবে। একইসাথে মেট্রোরেলের ক্ষতিগ্রস্থ ষ্টেশন বন্ধ করে ও এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোল ম্যানুয়াল পদ্ধতিতে আদায় করে হলেও জনগণের জন্য চালু করতে হবে। আবার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে প্রতিটি নিহতের ঘটনা নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে বিচারকার্য শুরু করতে হবে। আজ এক বিবৃতিতে গোলাম মোহাম্মদ কাদের এ দাবি করেছেন।

বিবৃতিতে বিরোধীদলীয় নেতা গোলাম মোহাম্মদ কাদের বলেন, ইন্টারনেট পরিসেবা পুরোপুরি চালু না হওয়ায় সাধারণ মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করতে পারছে না। এতে তথ্য আদান-প্রদান বিঘ্নিত হচ্ছে মারাত্মকভাবে। আবার, দেশের ভয়াবহ পরিস্থিতিতে প্রবাসীরা স্বজনদের খোঁজ নিতে পারছেনা।

এতে ক্ষুব্ধ হয়ে প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলে প্রবাসী আয় না পাঠানোর হুমকি দিচ্ছে। যা দেশের জন্য খুবই ভয়াবহ। অপরদিকে, উচ্চ শিক্ষার জন্য বিদেশ গমেনেচ্ছু ছাত্ররা যোগাযোগ করতে পারছে না বিদেশের সাথে। ইন্টারনেট পুরোপুরি চালু না হলে দেশের অপূরনীয় ক্ষতি হয়ে যাবে।

জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বিবৃতিতে আরো বলেন, সাম্প্রতিক আন্দোলনে মেট্রোরেল দু’একটি স্টেশন ও এলিভেটেড এক্সপ্রেসওয়ে দু-একটি টোল প্লাজা ক্ষতিগ্রস্থ হয়েছে বলে জানা যায়। মেট্রোরেলের ইঞ্জিন, বগিসমূহ ও লাইনের কোন ক্ষতি হয়নি বলেই জানি। সে কারণে, ক্ষতিগ্রস্থ স্টেশনসমূহ বন্ধ রেখে, মেট্রোরেল অবিলম্বে চালু করা সম্ভব বলে মনে করছি।

একইভাবে, এলিভেটেড এক্সপ্রেসওয়ের মূল অবকাঠামোর কোন ধরণের ক্ষতি হয়েছে বলে জানা যায়নি। প্রয়োজনে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ম্যানুয়াল পদ্ধতিতে টোল আদায়ের ব্যবস্থা করে যান চলাচল পুনরায় শুরু করা যেতে পারে। আন্দোলনে ক্ষতিগ্রস্থ হওয়ার অজুহাতে মানুষের গুরুত্বপূর্ণ সেবা বন্ধ রেখে, মানুষকে কষ্ট দেয়া উচিত নয়।  এগুলো সাধারণ মানুষের অর্থে সাধারণ মানুষের সেবার জন্যই নির্মাণ করা হয়েছে।

জনগণ এখন মেট্রোরেল ও এলিভেটেড এক্সপ্রেসওয়ের সেবা থেকে বঞ্চিত হচ্ছে এবং কষ্ট পাচ্ছে। মেট্রোরেলের ইঞ্জিন, বগিসমূহ ও লাইনের কোন ক্ষতি হয়নি বলেই জানি। এই সেবাগুলো চালু রাখাও সরকারেরই দায়িত্ব। যথাশীঘ্র সম্ভব এগুলো চালু পুনরায় চালু করার দাবি জানান।

বিবৃতিতে বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের আরো বলেন, দেখামাত্র গুলির নির্দেশ দিয়ে, শতশত মানুষের জীবন নিয়ে রাষ্ট্র আবার শোক পালন করছে। দেশের মানুষ এধরনের রাষ্ট্রীয় শোক দেখতে চায় না, দেশের মানুষ চায় প্রতিটি হত্যার নিরপেক্ষ তদন্ত এবং সে অনুযায়ী বিচার।

আমরা প্রতিটি হত্যাকান্ডের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। একইসাথে ভবিষ্যতে যেনো এমনভাবে নির্বিচারে গুলি করে মানুষ হত্যা করা না হয় সেজন্য সরকারকে সতর্ক করেছেন বিরোধীদলীয় নেতা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

kjhdf73kjhykjhuhf
© All rights reserved © 2024