জাপান টাইমস
উত্তর কোরিয়ার একজন সিনিয়র কূটনীতিক বলেছেন, “ডোনাল্ড ট্রাম্প যদি পুনরায় আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হতে পারেন তাহলে উত্তর কোরিয়া দেশটির সাথে নিউক্লিয়ার আলোচনায় বসতে পারে।”
কিউবা ফেরত উত্তর কোরিয়ান কূটনীতিক রাই ইল গিউ গত মাসে বিশ্বব্যাপী খবরের শিরোনাম হয়েছিলেন। তিনি উত্তর কোরিয়ার সবচেয়ে সিনিয়র কূটনীতিক যিনি ২০১৬ সাল থেকে দক্ষিণ কোরিয়ায় অবস্থান করছেন।
চায়না-ইন্ডিয়া সীমান্ত সমস্যা নিয়ে আলোচনা বাড়াতে চায়
রয়টার্স
বৃহস্পতিবার চায়নিজ পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, চায়না এবং ইন্ডিয়া তাদের সীমান্তের বিরোধপূর্ণ এলাকাগুলি সহ অন্যান্য অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার লক্ষ্যে দুই দেশের মধ্যে আলোচনা ও মধ্যস্থতা বাড়াবে।
দুই দেশের কর্মকর্তারা বৃহস্পতিবার নয়াদিল্লিতে “চায়না-ইন্ডিয়া বর্ডার এফেয়ার্স কনসালটেশন এন্ড কো-অর্ডিনেশন ওয়ার্কিং মেকানিজম” এর ৩০ তম সম্মেলনে এসব নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তারা হিমালয় অঞ্চলে দু’দেশের দুর্বল সীমান্ত রেখা নিয়ে যে বিরোধ রয়েছে সেটি নিয়েই মূলত আলোচনা করেন।
হামাস নেতা হত্যার প্রতিশোধ নেবে ইরান
বিবিসি
ইরান, ইসরাইলের বিরুদ্ধে হামাস নেতা ইসমাইল হানিয়ার হত্যার প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছে । এর আগে, ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে তেহরান গিয়েছিলেন হানিয়া।
সেখানে বুধবার এক হামলায় নিহত হন তিনি এবং তার এক দেহরক্ষী। যে বাড়িতে অবস্থান করছিলেন হানিয়া, সেই বাড়িটি উড়িয়ে দিয়েছে হামলাকারীরা। ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু এ বিষয়ে সরাসরি কোন প্রতিক্রিয়া ব্যক্ত করেনি।
Leave a Reply