শ্রী নিখিলনাথ রায়
সে স্থলে ভাগীরথীর উভয় মুখের ব্যবধান অর্দ্ধক্রোশেরও এক চতুর্থাংশমাত্র হইবে। রায়দুর্লভ হুগলী হইতে পলাশীতে আগমন পূর্ব্বক প্রথমে আম্রকুঞ্জের উত্তরে শিবির সন্নিবেশ করিয়াছিলেন। তাঁহার শিবিরের দক্ষিণ দিকের পরিখা হইতে কুঞ্জের ব্যবধান বড় অধিক দূর ছিল না। উক্ত পরিখা দক্ষিণ দিকে ভাগীরথীতীর হইতে আরম্ভ করিয়া পূর্ব্বমুখে ও শত হস্ত পর্যন্ত গমন করে, পরে উত্তর- পূর্ব্বে প্রায় ৩ মাইল পর্যন্ত বিস্তৃত হয়। ভাগীরথী-বেষ্টিত উপদ্বীপটি এই পরিখার অন্তর্ভূত হইয়া পড়ে। নবাব উপস্থিত হইলে, তাঁহার সমস্ত সৈন্য এই পরিখার মধ্যে শিবির সন্নিবেশ করিল।
পরিখার সম্মুখে একটি বুরুজ নির্মাণ করিয়া, তাহাতে কামান সকল স্থাপিত হইল। পরিখার বাহিরে ও বুরুজ হইতে প্রায় ৬ শত হস্ত পূর্ব্বে একটি বনাচ্ছন্ন পাহাড়ী বা উচ্চভূমি ছিল। পাহাড়ী ও বরুজ হইতে ১৬ শত হস্ত দক্ষিণে একটি ছোট পুষ্করিণী এবং তাহা হইতে ২ শত হস্ত আরও দক্ষিণে কুঞ্জের নিকটে একটি অপেক্ষাকৃত বৃহৎ পুষ্করিণী আপনাদিগের অনতি-উচ্চ পাহাড়ীবেষ্টিত হইয়া প্রান্তরবক্ষে বিরাজিত ছিল। ২৩শে জুন প্রাতঃকালে নবাব- সৈন্ত শিবির হইতে বহির্গত হইয়া কুঞ্জাভিমুখে যাত্রা করিয়া সমস্ত প্রান্তর বেষ্টন করিয়া দণ্ডায়মান হইল।
সিনেফ্র বা সেন্ট ফ্রায়াস নামে এক- জন ফরাসী গোলন্দাজসেনাপতির অধীন কতিপয় ফরাসী সৈন্যের সহিত নবাবসৈন্যের কিয়দংশ আম্রকুঞ্জের সন্নিহিত বৃহত্তর পুষ্করিণীটির নিকট উপস্থিত হইল। তাহাদের পশ্চাদ্ভাগে মীরমদন এবং মীরমদনের পশ্চাৎ মোহনলাল অবস্থিতি করিতে লাগিলেন। তাঁহাদের দক্ষিণ পার্শ্বে অর্থাৎ পূর্ব্ব দিকে বনাচ্ছন্ন পাহাড়ীর অব্যবহিত দক্ষিণপূর্ব্ব হইতে আরম্ভ করিয়া আম্রকুঞ্জ অতিক্রম পূর্ব্বক প্রায় পলাশীগ্রাম পর্যন্ত নবাব- সৈন্য দুর্লভরাম, ইয়ার লতিফ ও মীরজাফরের অধীন সুসজ্জিত অবস্থায় দণ্ডায়মান হইল।
দুর্লভরাম উত্তরপশ্চিম দিকে পাহাড়ীর নিকটে, ইয়ার লতিফ মধ্যভাগে এবং মারজাফর দক্ষিণ-পশ্চিমে আম্রকুঞ্জের দক্ষিণপূর্ব্ব ও পলাশী গ্রাম হইতে অল্প ব্যবধানে মহাসমরে প্রতীক্ষা করিতে লাগিলেন। • বলা বাহুল্য, দুর্লভরাম, ইয়ার লতিফ ও মীরজাফর তিন জনই বিশ্বাসঘাতক ও ষড়যন্ত্রকারিগণের নেতা; এবং ইহাদেরই নেতৃত্বে নবাবের সর্ব্বাপেক্ষা অধিক সৈন্য ছিল। যুদ্ধকালে ইহারা সামান্যমাত্র পদবিক্ষেপও করে নাই। ক্লাইব আম্রকুঞ্জের নিকটস্থ শিকারমঞ্চ হইতে শত্রুপক্ষের সৈন্যসাগর নিরীক্ষণপূর্ব্বক ভীত হইয়া পড়িলেন। তাহাদিগকে অগ্রসর হইতে দেখিয়া তিনি স্বীয় সৈন্যদিগকে কুঞ্জ হইতে বহির্গত হইতে আদেশ দিয়া মঞ্চের পূর্ব্ব হইতে তাহার সহিত সমরেখ করিয়া সৈন্যদিগকে শ্রেণীবন্ধ করিলেন।
Leave a Reply