শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৭:০১ পূর্বাহ্ন

১৭ মার্চ ২০২৪ : টাকায় বিভিন্ন দেশের মুদ্রার বিনিময় হার

  • Update Time : রবিবার, ১৭ মার্চ, ২০২৪, ৬.১০ পিএম

নিজস্ব প্রতিবেদক

প্রবাসীরা বাংলাদেশের জন্য অনেক বড় সম্পদ। বিশ্বের নানা দেশে প্রায় ১ কোটি বাংলাদেশি বসবাস করেন।  মূলত, তাদের পাঠানো কষ্টার্জিত অর্থেই সচল রয়েছে দেশের অর্থনীতির চাকা। বাংলাদেশের সঙ্গে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারিত হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশের। ব্যবসায়িক লেনদেন ঠিক রাখতেই মুদ্রা বিনিময়ের পরিমাণও অনেক বৃদ্ধি পাচ্ছে।

আমাদের বাংলাদেশ থেকে প্রতি বছর বহু মানুষ বিভিন্ন দেশে প্রবাসী হয়ে থাকেন ভিন্ন প্রকার কর্মসূত্রে। অতএব ওই সমস্ত প্রবাসীদের উক্ত দেশীয় মুদ্রায় অর্থ উপার্জন করতে হয়। সে অর্থ উপার্জন করে তাঁরা প্রত্যেকেই নিজ দেশে রেমিটেন্স পাঠিয়ে থাকেন । যেহেতু রেমিটেন্স নিজে দেশে পাঠাতে হলে বৈধ মাধ্যমের ব্যাংক মারফত টাকা পাঠাতে হয় এজন্য তারা প্রত্যেকেই ‘আজকের টাকার রেট ২০২৪’ সম্পর্কে ইন্টারনেট মাধ্যমে অথবা অনলাইন মাধ্যমে খোঁজাখুঁজি করে থাকেন। তাই এখন আমরা এই পোস্টের মাধ্যমে আজকের বিভিন্ন দেশের টাকার রেটের বিনিময় হার বাংলাদেশি টাকায় কত চলছে সে সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেব।

 

বিভিন্ন দেশের মুদ্রার সঙ্গে বাংলাদেশি টাকার আজকের বিনিময় হার জেনে নেওয়া যাক।

 

ব্যবসায়ী ও প্রবাসীদের লেনদেনের সুবিধার্থে টাকায় বৈদেশিক মুদ্রার বিনিময় হার তুলে ধরা হলো-

বাংলাদেশি টাকায় বিভিন্ন দেশের আজকের টাকার রেট

দেশ ও বৈদিশিক মুদ্রা   বাংলাদেশি টাকা ৳ (BDT)

 

আমেরিকান ডলার       ১১৩ টাকা ৫০ পয়সা ● (ব্যাংক) (বিকাশ ১১২.৫০) (ক্যাশ ১১০.০৫)

ইউরোপ ইউরো            ১২৫ টাকা ৫০ পয়সা ▼ (ব্যাংক)বিকাশ ১২৫.৫০) (ক্যাশ ১২৫.৫০)

ইতালিয়ান ইউরো         ১২৫ টাকা ৫০ পয়সা ▼ (ব্যাংক)(বিকাশ ১২৫.৫০)(ক্যাশ ১২৫.৫০)

ব্রিটেন পাউন্ড              ১৪৬ টাকা ৫০ পয়সা ● (ব্যাংক/বিকাশ ) (ক্যাশ ১৪৬.৫০)

সৌদি রিয়াল                ২৯ টাকা ২৭ পয়সা ● (ব্যাংক/বিকাশ) (ক্যাশ ২৮.৯৫)

দুবাই দিরহাম              ৩১ টাকা ১৫ পয়সা ▼ (ব্যাংক/বিকাশ/ক্যাশ)

ওমান রিয়াল              ২৯৬ টাকা ৯ পয়সা ● (ব্যাংক/বিকাশ/ক্যাশ)

বাহরাইন দিনার          ৩০২ টাকা ৬ পয়সা ● (ব্যাংক) (বিকাশ ৩০২.৬) (ক্যাশ ২৮৯.০১)

কাতার রিয়াল              ৩১ টাকা ১০ পয়সা ● (ব্যাংক/বিকাশ/ক্যাশ)

কুয়েতি দিনার             ৩৭১ টাকা ৬১ পয়সা ▼ (ব্যাংক/বিকাশ) (ক্যাশ ৩৫৬.৪৭)

মালয়েশিয়ান রিঙ্গিত    ২৪ টাকা ৫০ পয়সা ● (ব্যাংক)(বিকাশ ২৩.১৫)(ক্যাশ ২৩.১৫)

ইন্ডিয়ান রুপি               ১ টাকা ২৯ পয়সা ● (ব্যাংক)(

সিঙ্গাপুর ডলার           ৮৫ টাকা ২১ পয়সা ● (ব্যাংক) (বিকাশ ৮৫.২১) (ক্যাশ ৮৫.২১)

অস্ট্রেলিয়ান ডলার       ৭৫ টাকা ৮০ পয়সা ● (ব্যাংক/ বিকাশ) (ক্যাশ ৭৪.০০)

কানাডিয়ান ডলার        ৮৪ টাকা ৫৫ পয়সা ● (ব্যাংক/বিকাশ) (ক্যাশ ৮৪.৪০)

জাপানি ইয়েন             ০ টাকা ৭২৭ পয়সা ● (ব্যাংক) (বিকাশ ০.৭২৭) (ক্যাশ ০.৭২৭)

দক্ষিণ আফ্রিকান রান্ড  ৫ টাকা ৮৪ পয়সা ●

দক্ষিণ কোরিয়ান ওন    ০ টাকা ০.০৮৫৭ পয়সা ▼ (ব্যাংক) (বিকাশ ০.০৮২) (ক্যাশ ০.০৮৪২)

সুইজারল্যান্ড ফ্রেঞ্চ      ১২৮ টাকা ৯৫ পয়সা ● (ব্যাংক) (বিকাশ ১২৮.৯৫) (ক্যাশ ১২৮.০০)

নিউজিল্যান্ড ডলার       ৬৫ টাকা ৮৩ পয়সা ● (ব্যাংক) (বিকাশ ৬৫.৯৩) (ক্যাশ ৬৫.৯৫)

 

বিঃ দ্রঃ যেকোনো সময় বৈদেশিক মুদ্রার বিনিময় হার পরিবর্তন হতে পারে।

উল্লেখ্য, হুন্ডি কিংবা অবৈধভাবে টাকা পাঠাবেন না। ব্যাংকের মাধ্যমে বাংলাদেশে টাকা পাঠালে কখনই প্রতারিত হবে না। প্রবাস থেকে সঠিক রেটে দেশের টাকা পাঠাতে সব সময় টাকার প্রকৃত বিনিময় মূল্য জেনে টাকা পাঠাবেন।

এখানে বৈদেশিক মুদ্রা পরিবর্তন করা হলে বাংলাদেশের টাকা যে মূল্য পাওয়া যাবে তা উল্লেখ করা হলো। অপরদিকে আপনি যদি বাংলাদেশি টাকার বৈদেশিক মুদ্রা ক্রয় করতে চান তবে তার মূল্য ভিন্ন হবে (আজকের টাকা রেট)

যেকোন সময় মুদ্রার বিনিময় মূল্য উঠা-নামা করতে পারে।

 

আমরা প্রবাসীদের কথা চিন্তা করেই আপডেট টাকার রেট উল্লেখ করেছি, সবাই কষ্টের উপার্জনের টাকা পাঠানোর আগে কত টাকা কর্তন করা হয় তা আগে অনলাইনে যাচাই করবেন।

অবশ্যই আপনাকে টাকা রেট জানা জরুরী। তাই আজকে আপনাদের উদ্দেশ্যে  বিভিন্ন দেশের বর্তমান টাকার রেট উল্লেখ করেছি। আপনি আমাদের সম্পূর্ণ পোস্টটি পড়লে সবগুলো দেশের আজকের টাকার রেট জানতে পারবেন।

সর্বশেষ মূল্য জানতে আপনার নিকটস্থ ব্যাংকের থেকে তথ্য জানতে পারেন।

গুগোল বা কারেন্সি কনভার্টার ব্যবহার করবেন না। ওখানে ক্রয়-বিক্রয়ের গড় দেয়া থাকে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

kjhdf73kjhykjhuhf
© All rights reserved © 2024