সারাক্ষণ ডেস্ক
স্যামসাং ইলেকট্রনিকস বুধবার বলেছে , দ্রুত বর্ধনশীল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মার্কেটে ব্যাপক চাহিদা মিটানোর লক্ষ্যে এর হাই পারফরমেন্স হাই ব্যান্ডউইথ চিপের বিশেষ করে ফিফথ জেনারেশন HBM3E এর বিক্রি বাড়িয়ে ২য় প্রান্তিকে তার আয় বৃদ্ধি অব্যহত রাখবে।
২য কোয়ার্টার আর্নিং মিটিং এ মেমোরী মার্কেটিং স্ট্র্যাটেজি এর এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট কিম জায়ে জুন বলেছেন, “৮ লেয়ারের HBM3E পন্যের ক্রেতা মূল্যায়ন এই মুহূর্তে ভালো অবস্থানে আছে এবং ৩য় কোয়ার্টারে খুব শীঘ্রই এর ব্যাপক উৎপাদন ও সরবরাহ শুরু হবে।”
“ক্রেতাদের ব্যাপক চাহিদার কারনে ১২ লেয়ারের HBM3E চিপ ইতোমধ্যে ব্যাপক উৎপাদনের প্রস্তুতি সম্পন্য করেছে এবং ২য় কোয়ার্টারেই বাজারে এর শুরু হবে।” কোম্পানীটির ৪র্থ জেনারেশন HBM3 চিপ ইতোমধ্যে ইউএস এআই পি জায়ান্ট এনভিডিয়া এবং মার্কেট এনালিস্ট ফোরকাস্ট কোয়ালিটি টেস্টে উত্তীর্ণ হয়েছে। কিম , তবুও এই চলতি টেস্টের কথাকে চেপে যেতে চেয়েছেন কারন এটি যুক্তরাষ্ট্রের সাথে একটি গোপনীয় চুক্তি ছিল।
ইতোমধ্যে, স্যামসাং এর চির প্রতিদ্বন্ধি SK Hynix তার 8-layer HBM3E পন্য মার্চ মাস থেকেই এনভিডিয়াকে পন্য সরবরাহ শুরু করেছে আর স্যামসাং এখনো তার HBM3E পন্যের কোয়ালিটি টেস্টের মধ্যেই আছে। একদিন আগে ব্লুমবার্গ একটি অসমর্থিত সূত্র থেকে জানায়, স্যামসাং তার “নেক্সট জেনারেশন HBM3E এর অনুমোদন দুই থেকে চার মাসের মধ্যে পাবে আশা করছে।”
কিমের মতে, এ বছরের দ্বিতীয়ার্ধে চিপ বিজনেসে HBM3E এর একটি বাড়ন্ত সম্ভাবনা আছে যেটি এখন কী প্লেয়ার হিসেবে কাজ করছে।যেহেতু উৎপাদন ক্ষমতা বাড়ছে তাই HBM এর বিক্রি প্রথমার্ধের চেয়ে দ্বিতীয়ার্ধে ৩.৫ গুন বাড়বে বলে আশা করা যাচ্ছে। কিম আরো বলেন, দ্বিতীয় বছর HBM এর উৎপাদন প্রথম বছরের তুলনায় দ্বিগুণ করার পরিকল্পনা করা হয়েছে।
তিনি আরো বলেন, দ্বিতীয়ার্ধে স্যামসাং এর ৬ষ্ঠ জেনারেশন HBM4 এর উন্মুক্ত হবে যখন কোম্পানীটি কিছু ক্রেতার অনেোধে HBM এর মডিফিকেশন করছে। বুধবারের দ্বিতীয় কোয়ার্টার আর্নিং মিটিং এ স্যামসাং জানায় যে, এর শ্রমিক ইউনিয়নের ধর্মঘটের কারনে এর উৎপাদন ও ব্যবস্থাপনায় খুব সামান্যই প্রভাব পড়বে।
শ্রমিক ইউনিয়নের সাথে ব্যবস্থাপনা বিভাগ সম্প্রতি আলোচনায় বসেছে বলে জানিয়েছে কোম্পানীটি। দ্বিতীয় কোয়ার্টারের আয়ের রিপোর্টে জানা যায়, এক বছর আগের তুলনায় স্যামসাং এর আয় ১৫ গুণ বেড়েছে। বিশেষ করে এর সেমি কন্ডাক্টর ব্যবসায়। এর অপাটিং প্রফিট গত তিন মাসে ১০.৪৪ ট্রিলিয়ন ওয়ানে অর্থাৎ ৭.৫৭ বিলিয়ন ডলারে পৌঁছেছে।
এই প্রথম টেক জায়ান্ট স্যামসাং তার ১০ ট্রিলিয়ন ওয়ানের উপরে এর লাভের রিপোর্ট প্রকাশ করলো । এটি ২০২২ সালের ৩য় কোয়ার্টারের পর থেকে এই প্রথম। তখন কোম্পানীটি ১০.৮ ট্রিলিয়ন ওয়ান অপারেটিং প্রফিটের রিপোর্ট করেছিল। স্যামসাং জানায়, এপ্রিল-জুনে তারা গবেষণা এবং উন্নয়নে ৮.০৫ টিলিয়ন ওয়ান বিনিয়োগ করেছে। এর মধ্যে সুযোগ সুবিধা বিনিয়োগ খরচ হয়েছে ১২.১ ট্রিলিয়ন ওয়ান এবং ৯.৯ ট্রিলিয়ন ওয়ান চিপ সেক্টরে।
স্যামসাং জানায়, চিপ বিজনেসে এর অপারেটিং প্রফিট ৬.৪৫ ট্রিলিয়ন ওয়ান এবং এর সাথে ২৮.৬ ট্রিলিয়ন ওয়ান হলো বিক্রিতে।ফাউন্ড্রি বিজনেজ এর ধারাবাহিক চাহিদার কারনে দ্বিতীয় কোয়ার্টারে ভালো লাভ করেছে। স্মার্টফোনের চাহিদা কমে যাওয়ার কারনে মোবাইল বিজনেসের অপারেটিং প্রফিট এবং বিক্রি চলে এসেছিল যথাক্রমে ২.৭২ ট্রিলিয়ন ওয়ান ও ৪২.০৭ ট্রিলিয়ন ওয়ানে।
স্যামসাং জানায়, প্যারিস অলিম্পিক সহ বিশ্বের সর্বত্র স্পোর্টস পন্যের চাহিদা থাকায় টিভি বিজনেস বেড়েছে যখন হোম এ্যাপ্লায়েন্সে একটা ধারাবাহিক রিকোভারী হচ্ছে এর নতুন পন্যের ক্রমাগত বাড়তি চাহিদার কারনে।
বুধবার একটি ভালো কোয়াটার্লি আয়ের রিপোর্টে দেখা যায় স্যামসাং এর শেয়ার পূর্ববর্তী দিনগুলোর ট্রেডিং ডে এর তুলনায় ৩.৫৮ শতাংশ লাভ করেছে ।
Leave a Reply