রয়টার্স
আমেরিকা বৃহস্পতিবার রাশিয়ার সাথে ঐতিহাসিক বন্দি-বিনিময়ের বিষয়টিকে নিশ্চিত করেছে। এই বিনিময়ে মুক্তি পেয়েছেন আমেরিকান সাংবাদিক ইভান গার্শকোভিচ, আলসু কুর্মাশেভা, যুক্তরাষ্ট্রের সাবেক নৌ-সেনা পল উইলান ও স্থায়ী বাসিন্দা ভ্লাদিমির কারা-মুর্জা।
এ যাবৎ যুক্তরাষ্ট্র সর্বমোট ১৬ জনের মুক্তিদান নিশ্চিত করেছে। এদের মধ্যে রয়েছেন ভুলবশত আটক হওয়া পাঁচজন জার্মান ও সাতজন রুশ নাগরিক। আমেরিকা, জার্মানি, পোল্যান্ড, নরওয়ে ও স্লোভেনিয়ায় আটক থাকা আটজনের বিনিময়ে এদের মুক্তি দেয়া হচ্ছে। শীতল যুদ্ধের পর থেকে এ পর্যন্ত যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে এটাই বৃহত্তম বন্দি-বিনিময়।
চায়নাতে নতুন পেশার সুযোগ সৃষ্টি হয়েছে
সিজিটিএন
প্রযুক্তির উন্নয়নের সাথে সাথে চায়না চাকুরি প্রত্যাশীদের জন্যে সুখবর হিসেবে সেদেশে দাপ্তরিকভাবে স্বীকৃত ১৯ টি নতুন পেশার সৃষ্টি হয়েছে।
এই নতুন পেশার অর্ধেকই ডিজিটাল এবং স্মার্ট টেকনোলজির সাথে জড়িত। এর মধ্যে এআই অপারেটর সিস্টেম, স্মার্ট ভেইকেল টেস্টার এবং ইন্ডাস্ট্রিয়াল –ইন্টারনেট মেইনটেনেন্স কর্মীদের জন্য উপযুক্ত বলে জানিয়েছে হিউম্যান রিসোর্স এন্ড সোসাল সিকিউরিটি মন্ত্রণালয়।
ভেনেজুয়েলার বিরোধীদলই নির্বাচনে জিতেছে –ব্লিংকেন
বিবিসি
মার্কিন পররাষ্ট্র সচিব এন্টনী ব্লিংকেন বলেছেন,“সদ্য অনুষ্ঠিত ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নির্বাচনে বিরোধী দলই সর্বোচ্চ ভোট পেয়েছে তার চমৎকার প্রমাণ আছে।”
যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার জনগনের কাছে এর যথেষ্ঠ প্রমাণ আছে যে, গত ২৮ জুলাই অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে এডমুন্ডো গনজালেস উরুশিয়া সংখ্যাগরিষ্ঠ ভোট পেয়েছেন।
Leave a Reply