সারাক্ষণ ডেস্ক
ইন্দোনেশিয়ার অভিবাসন কর্তৃপক্ষ বালিতে অধিক পরিমান বিদেশী ও পর্যটকের স্রোত ঠেকাতে এক নির্দেশনা জারি করেছে। গতকাল শুক্রবার কর্তৃপক্ষ তাদের এই নির্দেশনা ঘোষণা করে।
প্রদেশের অফিসিয়াল অভিবাসন উপাত্ত দেখায় যে, গত জানুয়ারী থেকে জুলাই ২০২৪ পর্যন্ত প্রায় ৩.৮৯ মিলিয়ন পর্যটক বালি ভ্রমন করেছেন। এই সংখ্যা গত বছরের তুলনায় প্রায় দ্বিগুণ।
বালি ভ্রমনে এগিয়ে ছিল অস্ট্রেলিয়া (৮৭৭৩২৯ জন), ইন্ডিয়া (৩২৮,৭৬৭ জন) এবং চায়না (২৭৮,৩২৯ জন) ।ল’এন্ড হিউম্যান রাইটস মন্ত্রণালয়ের রিজিওনাল অফিস এর হেড প্রামেলা ইউনিদার পাসারিবু ফোনে জানান, “আমাদের জনগণ সহ সকল পর্যটকের জন্যে নিরাপত্তা, আনি ও আনন্দদায়ক ভ্রমনের নিশ্চয়তা প্রদান নিশ্চিৎ করা উচিৎ।”
এই নির্দেশনার আওতায় আমরা সকলের প্রকৃত ট্রাভেল ডকুমেন্টস, পাসপোর্ট, ভিসা এবং রেসিডেন্ট পারমিট সহ সকল কাগজপত্র সঠিকভাবে যাচাই বাছাইয়ে আরো কঠোর ভাবে চালাবো। অভিবাসন অফিস নগুরা রাই আন্তর্জাতিক বিমান বন্দরে আরো ৩০ টি অটোগেট বা ইমিগ্রেশন অটোমেশন ফ্যাসিলিটিস স্থাপন করেছে। এছাড়া, ইমিগ্রেশন চেকপয়েন্টে ফেসিয়াল রিকগনিশন সিস্টেম পদ্ধতি চালু করেছে যাতে ব্যবস্থাপনার আরো উন্নতি হয়।
Leave a Reply