শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ০৮:১৫ অপরাহ্ন

ডায়না’র আহ্বান

  • Update Time : বুধবার, ৭ আগস্ট, ২০২৪, ৪.৫৪ পিএম

সারাক্ষণ প্রতিবেদক

দীর্ঘদিন ধরেই সিনেমা, নাটকে অভিনয় করছেন নূসরাত জাহান ডায়না। তবে দুই সন্তানের দায়িত্ব নিতে গিয়ে অভিনয় থেকে অনেকদিন দূরে আছেন তিনি। কিন্তু পরিকল্পনা আছে তার অভিনয়ে ফেরার। কয়েকবছর আগে স্বামীর চাকুরীর সুবাদে আমেরিকা গিয়েছিলেন।

সেখানেই বেশ কিছুদিন যাবত আছেন তিনি। কয়েক মাস আগে দুই সন্তানকে নিয়ে দেশে এসেছিলেন তিনি। এক মাস পর আবারো গেলো ৫ আগস্ট সকালে ঢাকায় আসেন ডায়না।

দেশে ফেরার দিনই ডায়না অবগত হন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়েছেন। কোটা সংস্কার আন্দোলনে ছাত্রদের এক দফা দাবীর প্রচণ্ড চাপের মুখে শেখ হাসিনার এই পদত্যাগ ছিলো।

শুরু থেকেই ছাত্রদের আন্দোলনের পক্ষে ছিলেন ডায়না। এদিকে যারা বিদেশ অবস্থানরত আছেন তাদের প্রতিও ডায়না বিনয়ের সাথে একটি আহ্বান করেছেন। তিনি তার ফেসবুক ওয়ালে একটি পোস্ট করে সেই আহ্বান করেছেন।

ডায়না লিখেছেন,‘ বাংলাদেশি যারা বিদেশে থাকেন, ভিন্ন দেশে স্থায়ী ভাবে বিলাস বহুল জীবন কাটান তাদের খুশি দেখে খুব ভাল লাগলো। আশা করছি দেশে চলে এসে দেশের জন্যও কিছু করবেন। দেশ ও মাটি আপনাদের আপেক্ষায় আছে। বিদেশে বসে যে ভালবাসা দেখালেন আপনারা তা সত্যি অবাক করার মত।’

প্রবাসী বাংলাদেশীদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়েই তিনি তার মনোভাব প্রকাশ করেছেন। এদিকে ডায়না জানান, দুই ছেলে ও মেয়েকে নিয়ে তিনি আপাতত দেশেই আছেন। অভিনয়ে ফেরারও পরিকল্পনা করছেন তিনি।

ডায়না সর্বশেষ নিয়াজ মাহবুব পরিচালিত ‘রাতের অতিথি’ নাটকে অভিনয় করেন। তার সর্বশেষ আলোচিত নাটক ছিলো দাউদ হোসাইন রনির রচনা ও নঈম ইমতিয়াজ নেয়ামুলের নির্দেশনায় নির্মিত ‘ভালোবাসা না বাসা’ নাটকটি। ডায়না অভিনীত প্রথম চলচ্চিত্র খিজির হায়ত খান পরিচালিত ‘জাগো’।

কোনো রিয়েলিটি শো দিয়ে নয় নিজের চেষ্টাতেই মিডিয়াতে নিজের অবস্থান তৈরী করে নিয়েছিলেন ডায়না। দেবাশীষ বিশ্বাসের নির্দেশনায় ‘চিঠি’ নাটকে ডায়না প্রথম অভিনয় করেন। তবে দর্শকের কাছে তিনি আলোচনায় আসেন সালাহ উদ্দিন লাভলুর নির্দেশনায় ‘আলতা সুন্দরী’ ধারাবাহিক নাটকে অভিনয় করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

kjhdf73kjhykjhuhf
© All rights reserved © 2024