৪৫. মহাপুরুষ তাকে বললেন, “তোমার যাওয়ার পদ্ধতি ঠিক নয়, মাথা নীচু করে জোরে ছুটলেই দেয়ালের মধ্য দিয়ে যেতে পারবে।” দেয়াল থেকে কয়েক পা দূরে দাঁড়িয়ে ওয়াং ছি মাথা নীচু করে প্রচণ্ড শক্তিতে সামনের দিকে ছুটল।
৪৬. ইস্! উঁচু ও বড় পাথরের দেয়াল ধাক্কা দেবার জন্য যেই ওয়াং ছি তার কাছে গেল অমনি সেটা ভাসমান কুয়াশার মত উধাও হয়ে গেল। ওয়াং ছি চোখ খুলে দেখল যে সে ইতিমধ্যেই দেয়ালের বাইরে এসে পড়েছে। সে মনের আনন্দ ‘চেপে রাখতে পারল না।
৪৭. ওয়াং ছি তাড়াতাড়ি ফিরে এসে মহাপুরুষকে ধন্যবাদ জানাল আর বলল : “গুরুদেব, আমি বাড়ি যাচ্ছি।” মহাপুরুষ তাকে উপদেশ দিয়ে বললেন: “একমাত্র জরুরী প্রয়োজন ছাড়া দেয়াল ভেদ করার বিদ্যা প্রয়োগ করবে না। মন্দ কাজ করবে না, লোকেদের সামনে নিজের বড়াই করবে না। তা না হলে এই বিদ্যার প্রয়োগ বৃথাই হবে।”
৪৮. কাপড়-চোপড় গুছিয়ে ওয়াং ছি মহাপুরুষের কাছ থেকে বিদায় নিল। অতিরিক্ত কথা না বলে কিছু পয়সা দিয়ে মহাপুরুষ তাকে পাহাড়ের চূড়া পর্যন্ত পৌঁছে দিলেন।
Leave a Reply