সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০২:৫৫ পূর্বাহ্ন

মুক্তি পেল সুরিয়ার ‘কাঙ্গুভার’ ট্রেলার

  • Update Time : সোমবার, ১২ আগস্ট, ২০২৪, ১০.২৮ পিএম

সারাক্ষণ ডেস্ক

ভারতীয় অভিনেতা সুরিয়া,দিশা পাটানি এবং ববি দেওল অভিনীত অ্যাকশন সিনেমা ‘কাঙ্গুভার’ ট্রেলার মুক্তি পেয়েছে।অ্যাকশন-ড্রামা এই সিনেমাটি কেমন হতে যাচ্ছে ট্রেলারে সে সম্পর্কে কিছুটা ধারণা দেওয়া হয়েছে।

সুরিয়া তার ‘এক্স’ অ্যাকাউন্টে ‘কাঙ্গুভার’ ট্রেলার শেয়ার করে পরিচালক শিবকে তার জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন।তিনি ট্রেলার শেয়ার করে লিখেছেন,আমরা একটা দল হয়ে যা করেছি তার জন্য অবিশ্বাস্যভাবে আমি গর্বিত। আপনাকে ধন্যবাদ। প্রিয়তম শিবকে জন্মদিনের অনেক শুভেচ্ছা রইলো।

‘কাঙ্গুভার’ ২ মিনিট ৩৮ সেকেন্ডের ট্রেলারটি মূলত উচু পাহাড়ে দাঁড়িয়ে থাকা একটি বৃদ্ধ মহিলাকে দেখানোর মধ্যদিয়ে শুরু হয়।একটি দ্বীপ যেখানে অনেক উপজাতির বসবাস করে।যে দ্বীপে অনেক অজানা রহস্য ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ‘কাঙ্গুভার’ট্রেলারটিতে সুরিয়া ও ববিকে তাদের উপজাতির নেতা এবং ভয়ংকর যোদ্ধা হিসেবে দেখানো হয়েছে।

সিনেমার ট্রেলারটিতে গল্পের একটি দিক দেখানো হয়েছে।অভিনেতা সুরিয়ার আগের পোস্টগুলোর একটিতে তাকে দুইটি অবতারে দেখানো হয়েছে।একটিতে তাকে যোদ্ধার পোশাকে ও অপরটিতে তাকে আধুনিক পোশাকে দেখা গেছে।এখন পর্যন্ত সিনেমার ট্রেলারে বা প্রচারে সিনেমার মূল গল্প সম্পর্কে তেমন কোন আভাস পাওয়া যায়নি।সিনেমাটি মুক্তির পরে খুব ভালো একটা চমক দেখা যেতে পারে।

‘কাঙ্গুভা’সিনেমাটির মধ্যদিয়ে তামিল ইন্ডাস্ট্রিতে অভিষেক হয়ে যাচ্ছে বলিউডের অভিনেতা ববি দেওল ও দিশা পাটানির। সিনেমাটিতে আরও প্রধান ভূমিকায় অভিনয় করেছেন জগপতি বাবু, যোগী বাবু, রেডিন কিংসলে,ন্যাটি নটরাজন, কেএস রবিকুমার এবং কোভাই সরলা।

স্টুডিও গ্রীনের জ্ঞানভেল রাজা এবং ইউভি ক্রিয়েশন্সের ভি ভামসি কৃষ্ণ রেড্ডি এবং প্রমোদ উৎপলাপতি ‘কাঙ্গুভা’ প্রযোজনা করেছেন। সিনেমাটি একাধিক ভাষায় ডাব করা হবে বলে আশা করা হচ্ছে।‘কাঙ্গুভা’১০ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

 

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

kjhdf73kjhykjhuhf
© All rights reserved © 2024