নিজস্ব প্রতিবেদক
দেশের সড়ক-মহাসড়ক, ফ্লাইওভার, টানেল, ফেরি ও এক্সপ্রেসওয়েতে অ্যাম্বুলেন্স থেকে টোল আদায় না করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
একইসঙ্গে অ্যাম্বুলেন্স থেকে টোল আদায় করা কেন বেআইনি ঘোষণা করা হবে না মর্মে রুল জারি করেছেন আদালত। এ সংক্রান্ত এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে সোমবার (১২ আগস্ট) হাইকোর্টের বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মো. বজলুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মো. মনির উদ্দিন।
আইনজীবী মনির উদ্দিন জানান, অ্যাম্বুলেন্স থেকে টোল বা ফি আদায় না করতে গত ৭ জুলাই সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ -বিআইডব্লিটিএ ও বাংলাদেশ সড়ত পরিবহন কর্তৃপক্ষ -বিআরটিএ’র চেয়ারম্যান বরাবরে আবেদন করেন তিনি। আবেদনের পর কোনো পদক্ষেপ না নেওয়ায় রিট দায়ের করেন তিনি।
Leave a Reply