থাইলান্ড নতুন প্রধানমন্ত্রী মনোনীত করবে
দি স্ট্রেইট টাইমস সিঙ্গাপুর জানিয়েছে, ১৬ আগষ্ট থাইল্যান্ড স্পেশাল পার্লামেন্ট সেশন ডেকে তাদের নতুন প্রধানমন্ত্রী মনোনীত করবে। সে দেশের সাংবিধানিক কোর্ট তাদের বর্তমান প্রধানমন্ত্রী রিয়েল এস্টেট টাইকুন শ্রীথা থাবিসিনকে ডিসমিস করেছে। তিনি হলেন এই নিয়ে সে দেশের চতুর্থ প্রধানমন্ত্রী যাকে সাংবিধানিক কোর্ট ডিসমিস করলো।
১৪ আগষ্ট মন্ত্রী নিয়োগে অনিয়মের অভিযোগের কারণে সে দেশের সাংবিধানিক কোর্ট তাকে ডিসমিস করে।
আর এই নিয়ে সে দেশে গত ১৬ বছরে ৪ জন প্রধানমন্ত্রী সাংবিধানিক কোর্ট দ্বারা বরখাস্ত হলেন।
১৬ আগষ্ট দিনের প্রথমার্ধে সে দেশের পার্লামেন্ট বসবে। এবং প্রধানমন্ত্রী মনোনীত করতে পার্লামেন্টের মোট ৪৯৩ সদস্যের অর্ধেকের সমর্থন প্রয়োজন হবে।
স্বাধীনতার জন্যে অবদানের কারণে কোরিয়ায় তৃতীয় প্রজম্ম উত্তরাধিকার সম্মানিত
কোরিয়া হেরাল্ড জানিয়েছে আজ সে দেশের ৭৯ তম স্বাধীনতা দিবসে মোট ২৭ জন বিদ্রোহি, ১৪ জন স্বাধীনতা সংগ্রামী, আর রাশিয়ায় ১৪ জন, চায়নার ১১ জন এবং কিউবার ১ জনকে কোরিয়ার নাগরিকত্ব ও বিশেষ সম্মাননা দিয়ে স্বীকৃতি জানানো হবে। এরা সকলে ১৯১০-৪৫ অবধি চায়না বেসড প্রবাসী সরকারের অধীনে জাপান অধিকৃত কোরিয়াকে মুক্ত করার জন্যে সংগ্রাম করে।
আজ ৭৯তম স্বাধীনতা দিবসে তাদের তৃতীয় প্রজম্ম এ সম্মান পাচ্ছে।
পাকিস্তানের নেটিজেনরা অখুশি
পাকিস্তানের নাগরিকরা নিয়মিতভাবে ইন্টারনেট সুবিধা পেতে অসুবিধায় পড়ছে। মাঝে মাঝেই তাদের ইন্টারনেট বন্ধ করে দেয়া হচ্ছে, মাঝে মাঝেই ধীর গতিতে চলছে।
বিশেষ করে সেলুলার ডাটা নিয়ে তারা সমস্যায় পড়ছে গত নির্বাচনের সময় থেকে। বেশি ক্ষেত্রে ভিপিএন দিয়েই সেলুলার ডাটা চালাতে হচ্ছে। এ নিয়ে অবশ্য কর্তৃপক্ষ কোন সদুত্তর দিচ্ছে না।
Leave a Reply