ফয়সাল আহমেদ
দীর্ঘ এক মাস শিক্ষার্থীরা কোটা আন্দোলন এবং পরবর্তীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করে। যে আন্দোলন পরবর্তীতে স্বৈরাচারী সরকারের পতন ঘটায় এবং ছাত্রদের বিজয় হয়। উক্ত আন্দোলনে প্রথম থেকে শেষ পর্যন্ত সক্রিয় ভাবে অংশগ্রহণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কলেজ, সরকারি তিতুমীর কলেজে শিক্ষার্থীরা।
ছাত্ররা এই বিজয়কে দ্বিতীয় স্বাধীনতা বলে আখ্যায়িত করেছে। কলেজের সাধারণ শিক্ষার্থীরা বিজয়ের এই আনন্দে কলেজকে সাজিয়েছে নতুনভাবে। কলেজের আশেপাশে ভেতরে বাহিরে সমস্ত দেয়াল সেজেছে নতুন সাজে। যে দেয়ালগুলো এতদিন ঢেকে ছিল বিভিন্ন পোস্টার ও ব্যানারে, আজ সে দেয়ালগুলোতে পড়েছে রঙের ছোঁয়া।
দেয়ালগুলোতে কেউ করছে বিভিন্ন রংবেরঙের কারুকলা, কেউ আবার আর্ট করছে বিভিন্ন বিপ্লবী চিত্র। কেউ কেউ আবার দেয়ালগুলোতে লিখেছে বিভিন্ন জ্ঞানমূলক কথা, লেখাগুলোর চারপাশে করা হয়েছে বিভিন্ন ডিজাইন। দেখে মনে হচ্ছে নতুন করে সেজে উঠেছে কলেজ ক্যাম্পাস। আঁকা হয়েছে বিভিন্ন ডিজাইন খচিত বাংলাদেশের মানচিত্র।
ছাত্র-ছাত্রীরা হাতের তালুতে বিভিন্ন রং মেখে হাতের ছাপ রেখে দিচ্ছে দেয়ালেক,স্মৃতি হিসেবে।
আন্দোলনে প্রথম শহীদ আবু সাঈদের প্রসারিত দুই হাত সে দৃশ্য আঁকা হয়েছে দেয়ালে দেয়ালে। মীরমুগ্ধর সেই কথা “পানি লাগবে পানি”, লেখা হয়েছে দেয়ালে। কেউ কেউ একেছে হিন্দু, মুসলিম,খ্রিস্টান সকলে সমান সকলেই ভাই ভাই এমন চিত্রকর্ম।
বৈষম বিরোধী এ ছাত্র আন্দোলন, ছাত্রদের চেতনাকে জাগ্রত করেছে। শুধু তিতুমীর কলেজ ক্যাম্পাসেই নয় দেশের প্রত্যেকটি স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান এবং কি রাস্তার আশেপাশে দেয়ালগুলো আজ চেতনার রঙে রঙিন।
তরুণ প্রজন্মের এই উদ্যোগ, মনের কথা, অন্যায়ের বিরুদ্ধে তারা কতটা সোচ্চার এবং স্বাধীনতা প্রিয় এ আন্দলন এ চিত্রকর্ম তারই প্রতিফলন।
Leave a Reply