সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০২:৪২ পূর্বাহ্ন

ভারতের হাসপাতালগুলো রাতের বেলায় কতটা নিরাপদ?

  • Update Time : বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪, ৫.০৭ পিএম
দিল্লির লোকনায়ক হাসপাতালে রাতের ছবি

কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজে এক তরুণী চিকিৎসককে হাসপাতালের ভেতরেই ধর্ষণ করে খুন করার ঘটনার প্রতিবাদ বুধবার আরও বড় আকারে ছড়িয়ে পড়েছে। আগে থেকেই পশ্চিমবঙ্গ সহ ভারতের অন্যান্য মেডিক্যাল কলেজ হাসপাতালগুলিতে জুনিয়ার ডাক্তারদের আন্দোলন চলছিল।

বুধবার পশ্চিমবঙ্গের প্রায় সব বেসরকারি হাসপাতালের চিকিৎসকরা বহির্বিভাগে রোগী দেখা বন্ধ করেছেন।

অন্য দিকে বুধবার রাতে ‘মেয়েরা রাত দখল করো’ নামে সামাজিক মাধ্যমে এক ডাক দিয়ে পশ্চিমবঙ্গে একশোরও বেশি জমায়েত হতে চলেছে, জমায়েত হবে রাজধানী দিল্লির বাঙালি পাড়া বলে পরিচিত চিত্তরঞ্জন পার্কেও।

আরজি কর মেডিক্যাল কলেজের চিকিৎসককে তার কর্মস্থলেই ধর্ষণ করে খুন করার ঘটনায় আন্দোলনকারীরা বিচার যেমন চাইছেন, তেমনই হাসপাতালগুলিতে কাজ করেন যে সব নার্স ও নারী চিকিৎসকরা, তাদের ভাবাচ্ছে হাসপাতালে নিরাপত্তাহীনতার বিষয়টিও।

আন্তর্জাতিকভাবে স্বীকৃত মেডিক্যাল জার্নাল ল্যান্সেটের একটি প্রতিবেদন অনুযায়ী ২০০৭ থেকে ২০১৯ পর্যন্ত ভারতে স্বাস্থ্য-কর্মীদের বিরুদ্ধে সহিংসতার ১৫৩টি মামলা দায়ের করা হয়েছিল।

রাতের হাসপাতালগুলিতে কেমন থাকে নিরাপত্তা ব্যবস্থা? স্বাস্থ্য-কর্মীরা কতটা নিরাপদ?

সেই খোঁজ নিয়েছেন ভারতের চারটি বড় শহরের বিবিসির সংবাদদাতারা।

আরজি কর মেডিক্যাল কলেজে এক চিকিৎসকের ধর্ষণ ও খুনের বিরুদ্ধে কলকাতায় নাগরিক সমাজের প্রতিবাদ

কলকাতা

আরজি কর মেডিক্যাল কলেজের যে ভবনটির চারতলায় গত বৃহস্পতিবার ভোররাতে ধর্ষণ করে খুন করা হয় কর্তব্যরত এক নারী চিকিৎসককে, সেই জরুরি বিভাগের সামনে দাঁড়িয়ে কথা হচ্ছিল এক জুনিয়র ডাক্তার সুস্মিতা চক্রবর্তীর সঙ্গে।

তিনি বলছিলেন যে ওই ঘটনার আগে তারা নিশ্চিন্তে কাজ করতেন, ভাবতেন হাসপাতালটাই তাদের দ্বিতীয় বাড়ি। তবে একটা ঘটনা সম্পূর্ণ বদলিয়ে দিয়েছে তার ভাবনা।

“আমার মনে হয় না কোনও মেয়ে আর এখানে সেফ ফিল করে। প্রত্যেকটা কোনাতে যেতে ভয় করছে আমাদের হসপিটালে”, বলছিলেন ডা. চক্রবর্তী।

নারী স্বাস্থ্যকর্মীদের কাছে ‘নাইট ডিউটি’ কতটা দুর্ভাবনার, তা সম্প্রতি এক নারী চিকিৎসক নম্রতা মিত্র লিখেছিলেন তার ফেসবুক ওয়ালে। তিনি আরজি কর মেডিক্যাল কলেজেরই ছাত্রী ছিলেন।

পেশায় প্যাথলজিস্ট ডা. মিত্র জানিয়েছিলেন যে রাতের ডিউটি থাকলে তিনি বাবাকে সঙ্গে করে নিয়ে যেতেন। অনেকে তা নিয়ে হাসাহাসিও করত।

তিনি লিখেছেন, “অন কল ডিউটির সময় বাবাকে সঙ্গে নিয়ে যেতাম। সবাই হাসত। কিন্তু একটা লম্বা, অন্ধকার করিডোরের শেষে একটা ঘরে ঘুমোতে হত। একটা লোহার গেট বন্ধ থাকত, যাতে কোনও রোগী এলে শুধু নার্সরাই সেটা খুলতে পারতেন।”

“আমি স্বীকার করতে লজ্জা পাই না যে আমি ভয় পেয়েছিলাম। যদি ওয়ার্ডের কেউ – একজন ওয়ার্ড বয় বা এমনকি একজন রোগীও যদি কিছু করার চেষ্টা করে? আমার বাবা একজন ডাক্তার ছিলেন বলে আমি সুযোগ নিয়েছি, কিন্তু সবার সেই সুযোগ নেই”, লিখেছেন ডা. মিত্র।

ওই কলেজের ছাত্রছাত্রী ও জুনিয়ার ডাক্তারা পাঁচদিন ধরে কর্মবিরতি চালাচ্ছেন

সদ্য পাশ করে ডাক্তারির স্নাতকোত্তর পড়ার জন্য তৈরি হচ্ছেন কলকাতার উপকণ্ঠে অবস্থিত সাগর দত্ত মেডিক্যাল কলেজের শরণ্যা রায়।

তিনি বলছিলেন, “আমাদের হাসপাতালে ওয়ার্ডের পাশে অন কল রুম আছে। মেয়েদের বা ছেলেদের আলাদা রুম নেই। আমরা ইন্টার্নরা আর হাউস-স্টাফরা ভাগাভাগি করে থাকতাম। ছেলে হোক বা মেয়ে – ওই ঘরেই থাকতে হত। ছেলেরা যারা থাকত, তারা আমারই সহপাঠী। তবে বিশ্রাম নেওয়ার দরকার পড়লে একজন বিশ্রাম নিতাম, অন্য জন রোগী দেখত। পাশে অ্যাটাচড ওয়াশরুমও ছিল।“

আরজি কর মেডিক্যাল কলেজের যে চিকিৎসক ধর্ষণের শিকার ও খুন হয়েছেন, তিনি রাতের ডিউটি করার ফাঁকে একটু বিশ্রামই নিচ্ছিলেন, যে সময়ে তার ওপরে এই নৃশংস আক্রমণ হয়।

“কলেজে পড়ার সময়ে নিরাপত্তা নিয়ে অতটা মাথাও ঘামাই নি। নিরাপত্তারক্ষী আর জরুরি বিভাগের সামনে পুলিশ দেখতাম। সিসি ক্যামেরাও ছিল, কিন্তু কতগুলো ছিল বা সেগুলো কাজ করে কি না, কেউ নজর রাখে কি না, এসব নিয়ে ভাবিনি। এখন এই ঘটনার পরে সেসব ভাবতে গিয়ে দেখছি যে ব্যবস্থা খাতায় কলমে তো অনেক কিছুই আছে, তবে সেসবের সুপারভিশন হয় কি না তা তো জানি না!”, বলছিলেন শরণ্যা রায়।

আবার কলকাতার ন্যাশনাল মেডিক্যাল কলেজের জুনিয়ার ডাক্তার মধুপর্ণা নন্দী বলছিলেন যে তার কলেজে নারী চিকিৎসকদের জন্য আলাদা বিশ্রামের ঘর বা বাথরুম – কিছুই নেই।

তার কথায়, “রোগী বা নার্স দিদিদের বাথরুম ব্যবহার করতে হয়। দীর্ঘক্ষণ কাজ করার পরে যদি একটু বিশ্রাম নেওয়ার দরকার হয়, তাহলে রোগীদের ফাঁকা বিছানায় শুতে হয়।“

বুধবার কলকাতার সব বেসরকারি হাসপাতালের ডাক্তাররা বহির্বিভাগে রোগী দেখা বন্ধ রেখে প্রতিবাদে নেমেছেন

দিল্লি

রাজধানী দিল্লিতে তিনটি বড় সরকারি হাসপাতাল।

তারই একটি লোকনায়ক হাসপাতাল। প্রবেশ পথে একটা মেটাল ডিটেক্টর আছে, তবে তা কাজ করে না দেখা গেল।

বিবিসির সংবাদদাতা উমাঙ্গ পোদ্দার যখন ওই হাসপাতালে ঢুকছিলেন, কেউ তার তল্লাশি নেয়নি। স্ত্রীরোগ বিভাগের রক্ষী অবশ্য জানতে চেয়েছিলেন কেন তিনি সেখানে গেছেন, তার পরে আর কোনও প্রশ্ন করা হয়নি বিবিসি সংবাদদাতাকে।

এক সিনিয়র ডাক্তার বলছিলেন, “যে কেউ অবাধে যাতায়াত করতে পারে। সিসিটিভি আরও লাগানো দরকার, আর যেগুলো আছে, সেগুলোতে কেউ নজরও দেয় না।“

আবার জিবি পন্থ হাসপাতালে কর্মরত এক নার্স বলছিলেন, “আমাদের আরও ভাল নিরাপত্তা দরকার। বাউন্সার রাখা যেতে পারে যাতে রোগীদের সঙ্গে আসা ব্যক্তিদের উচ্ছৃঙ্খল ব্যবহার থেকে স্বাস্থ্যকর্মীদের রক্ষা করা যায়।“

কলকাতা থেকে চিকিৎসকদের বিক্ষোভ ছড়িয়েছে ভারতের অনেক শহরে, যেমন হায়দরাবাদের চিকিৎসকদের দেখা গেছে বিক্ষোভে সামিল হতে

চেন্নাই

ওমানদুরার সরকারি মেডিকেল কলেজটি চেন্নাইয়ের একেবারে কেন্দ্রস্থলে।

রাত সাড়ে নয়টায় ওই হাসপাতালে যখন নিজের গাড়ি পার্ক করেন বিবিসির সংবাদদাতা শারদা ভি, একজন গার্ড এগিয়ে এসে তাকে জিজ্ঞাসাবাদ করেন।

বিবিসির সংবাদদাতা দেখেন যে ‘অ্যাডমিশন ব্লক’এর বাইরে আবছা আলোয় সিঁড়িতে বসে আছেন রোগীর আত্মীয়-স্বজনরা। জরুরি বিভাগে ঢোকার মুখে দাঁড়িয়ে ছিলেন দুই পুলিশ সদস্য।

নাইট শিফটে কর্মরত ইন্টার্ন অবর্ণা বলছিলেন, কলকাতার ঘটনা নারী স্বাস্থ্য-কর্মীদের মধ্যে একটা আতঙ্ক তৈরি করেছে। হাসপাতাল প্রশাসন নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আলোচনা করতে বৈঠক করেছে, জানাচ্ছিলেন মিজ. অবর্ণা।

নির্দেশ দেওয়া হয়েছে যে ইন্টার্নদের স্টাফ-রুম ব্যবহার করতে হবে, ঘরে তালা দিয়ে রাখতে হবে।

জরুরি বার্তা দেওয়ার জন্য পুলিশের অ্যাপ ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে।

চিকিৎসকদের নিরাপত্তার দাবিতে বিক্ষোভে অংশ নেওয়া মিজ অবর্ণা বলছিলেন, “ওয়ার্ডগুলিতে ইন্টারকম সুবিধা ও ইমার্জেন্সি বাটন থাকলে তা সহায়তা করবে।“

রাজ্যের শীর্ষ হাসপাতাল ওমানদুরার মাল্টি-স্পেশালিটি হাসপাতালে কর্মরত এক স্টাফ নার্স অভিযোগ করেন, রাতের ডিউটির মধ্যে বিশ্রাম নেওয়ার মতো জায়গা নেই সেখানে। রাতের ডিউটিতে কাজ করতে হলে একটা চেয়ার আর একটা লম্বা ডেস্ক ব্যবহার করতে হয়।

মুম্বাইয়ের জেজে হাসপাতাল

মুম্বাই

সোমবার বেশি রাতে মুম্বাইয়ের জেজে হাসপাতালে যখন প্রবেশ করছিলেন বিবিসি সংবাদদাতা দীপালি জগতাপ, মূল প্রবেশদ্বারে নিরাপত্তারক্ষীদের উপস্থিতি তার নজরে এসেছে। তারা হাসপাতাল ক্যাম্পাসে যেতে পারলেও অনুমতি ছাড়া মেডিকেল ওয়ার্ডে যেতে পারেন নি।

তবে কয়েকজন নারী চিকিৎসক ও নার্স জানিয়েছেন যে রাতের শিফটে কাজ করার সময় তারা নিরাপদ বোধ করেন না।

রেসিডেন্ট ডাক্তার অদিতি কানাডে বলেন, “প্রশাসনের উচিত মেডিক্যাল ওয়ার্ডে এবং ক্যাম্পাসের বাইরে নিরাপত্তারক্ষীর সংখ্যা বাড়ানো। হাসপাতাল ক্যাম্পাসটি বেশ বড় এবং অনেক এলাকায় আলো নেই। এমন পরিস্থিতিতে রাতে হোস্টেল থেকে মেডিকেলের ওয়ার্ডে যেতে ভয় লাগে।“

তিনি আরও বলেন, “কোনও রুম বা করিডোরে সিসি ক্যামেরা নেই। সব জায়গায় দরকার এগুলো। অপারেশন থিয়েটারের বাইরে নারী চিকিৎসকদের জন্য একটা আলাদা ঘর করা দরকার, কিন্তু সেটা তো নেই!”

এক কর্তব্যরত নার্স হেমলতা গজবে জানাচ্ছিলেন, “রোগীদের আত্মীয়স্বজনরা উত্তেজিত হয়ে অনেক সময়েই গালাগালি করেন, কেউ নেশা করে থাকেন আবার কেউ রাজনৈতিক চাপ দেওয়ার চেষ্টা করেন। এসব সময়ে আমাদের পাশে দাঁড়ানোর মতো কাউকেই পাওয়া যায় না।“

চিকিৎসকদের আন্দোলনের ফলে রোগী পরিষেবা ব্যবস্থা ধাক্কা খাচ্ছে বলে মনে করছে পশ্চিমবঙ্গের সরকার ও ক্ষমতাসীন দল

নিরাপত্তার জন্য যে ব্যবস্থা নিতে নির্দেশ

আরজি কর মেডিক্যাল কলেজের ঘটনার প্রেক্ষিতে সারা দেশেই হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠে গেছে, বিক্ষোভ হচ্ছে।

এরই মধ্যে জাতীয় মেডিক্যাল কমিশন মঙ্গলবার একটি নির্দেশিকা জারি করেছে। সেখানে বলা হয়েছে যে নিরাপদ কর্মস্থল গড়ার জন্য প্রতিটি মেডিক্যাল কলেজকে একটি নীতিমালা প্রণয়ন করতে হবে। ওই নীতিমালায় শিক্ষক, ছাত্র এবং রেসিডেন্ট ডাক্তারদের সুরক্ষার ব্যবস্থা নিতে হবে। বহির্বিভাগ, ওয়ার্ড, হস্টেল এবং সব উন্মুক্ত জায়গায় যাতে সন্ধ্যার পর থেকে যথেষ্ট আলো থাকে, সিসিটিভির নজরদারি যাতে চলে।

ছাত্রছাত্রীদের ওপরে যে কোনও সহিংস ঘটনার দ্রুত তদন্ত করে পুলিশকে খবর দিতে হবে। জাতীয় মেডিক্যাল কমিশনকে সেই তথ্য ৪৮ ঘণ্টার মধ্যে জানাতে হবে।

আবার আসামের শিলচরের মেডিক্যাল কলেজ নারীদের জন্য অন্যরকম পরামর্শ দিয়েছে।

সেখানে বলা হয়েছে যে নারী চিকিৎসক, ছাত্রী এবং অন্য কর্মীদের সেইসব জায়গা এড়িয়ে চলা উচিত, যেগুলি কিছুটা নির্জন বা যেখানে পর্যাপ্ত আলো নেই। একা চলাফেরা করা এড়িয়ে চলতে হবে নারী চিকিৎসক ও ছাত্রীদের। খুব দরকার না পড়লে রাতে হস্টেল থেকে না বেরনোই ভাল। অচেনা মানুষজনকে এড়িয়ে চলা উচিত।

শিলচর মেডিক্যাল কলেজের এই পরামর্শ নিয়ে বুধবার সকাল থেকে সামাজিক মাধ্যমে বিতর্ক চলছে।

বিবিসি নিউজ বাংলা

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

kjhdf73kjhykjhuhf
© All rights reserved © 2024