সারাক্ষান ডেস্ক
চায়না আজ তাদের অর্থনৈতিক উৎপাদনের ডাটা প্রকাশ করেছে। সেখানে দেখা যাচ্ছে তাদের শিল্প উৎপাদন বেড়েছে ৭%। যা অনেকে মনে করেছিলো ৫ % হবে।
অন্যদিকে আবাসান শিল্প উৎপাদন ৭.৪% থেকে কমে ৫.৫ % দাড়িয়েছে।
সেবাখাতের উৎপাদন এ বছরে ৫.৮%।
তাই ধারনা করা হচ্ছে আবাসন খাতের এই মন্দা অবস্থার ভেতরও শিল্প ও সেবা খাতের উন্নতি সে দেশের অর্থনীতিতে চাঙ্গাই রাখবে।
Leave a Reply