(স্বাস্থ্যসেবা সহায়তায় প্রস্তুত ৭টি মেডিকেল টিম)
সারাক্ষণ ডেস্ক
মানবিক সহায়তাকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে সাধ্যমতো ত্রাণ ও আর্থিক সহায়তা নিয়ে বন্যা উপদ্রুত এলাকার বিপন্ন মানুষের পাশে দাঁড়িয়েছে ব্র্যাক। জরুরি ত্রাণ সেবা হিসেবে ইতিমধ্যে উপদ্রুত ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, মৌলভীবাজার, নোয়াখালী, খাগড়াছড়ি, রাঙামাটি, ব্রাহ্মণবাড়িয়া এবং লক্ষ্মীপুরে ২৯ হাজার ৮১০টি পরিবারকে শুকনো খাবার, বিশুদ্ধ পানি এবং ৪ হাজার মানুষের জন্য রান্না করা খাবার পৌঁছে দেওয়া হয়েছে। ব্র্যাকের পক্ষ থেকে প্রথম পর্যায়ে মোট ৫০ হাজার পরিবারকে শুকনো খাবার বিতরণের কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।
বন্যায় সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত ৫টি জেলার মানুষের স্বাস্থ্যসেবায় ৭টি মেডিকেল টিম গঠন করা হয়েছে। ৭ জন মেডিকেল অফিসারের নেতৃত্বে ২১ জন প্যারামেডিক বন্যার্তদের স্বাস্থ্যসেবা প্রদান শুরু করেছে।
এ ছাড়া ব্র্যাক বন্যার শুরুতেই বিপন্ন মানুষের সহায়তায় নিজস্ব তহবিল থেকে ৩ কোটি টাকার জরুরি ত্রাণ সহায়তা ঘোষণা করে।
বিতরণ করা প্রতিটি শুকনো খাবারের প্যাকেটে রয়েছে চিড়া, চিনি, বিস্কুট, বিশুদ্ধ পানি, খাবার স্যালাইন এবং পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট। রান্না করা খাবার হিসেবে দেওয়া হয়েছে খিচুড়ি।
এ ছাড়াও নারী স্বাস্থ্য সুরক্ষায় ১৩ হাজার ২৩০ প্যাকেট স্যানিটারি প্যাড সরবরাহ করা হয়েছে। ব্র্যাকের পক্ষ থেকে তিনটি কমিউনিটি রেডিও, মৌলভীবাজারে রেডিও পল্লীকণ্ঠ, কক্সবাজারে রেডিও নাফ এবং চট্টগ্রামে রেডিও সাগরগিরি-র মাধ্যমে বন্যায় করণীয় সম্পর্কিত বার্তা দেওয়া হচ্ছে।
এই দুর্যোগ মোকাবিলায় ব্র্যাক জেলা সমন্বয়করা মাঠপর্যায়ের দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিগুলোর সঙ্গে একযোগে কাজ করছেন। বন্যার্তদের নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া,ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানো এবং প্রয়োজনীয় ত্রাণ পৌঁছে দিতে ব্র্যাককর্মীরা তাদের পাশে রয়েছেন।
এক্ষেত্রে শিশু,গর্ভবতী নারী, সদ্যজাত শিশুর মা, প্রতিবন্ধী ব্যক্তি ও বয়স্কদের প্রতি বিশেষ মনোযোগ দেওয়া হচ্ছে। এ ছাড়া উপদ্রুত জেলাগুলোতে ক্ষয়ক্ষতির চিত্র বুঝতে এবং জরুরি সহযোগিতা প্রদানে ব্র্যাককর্মীরা নিরলসভাবে মাঠপর্যায়ে কাজ করছেন।
উল্লেখ্য, গত শনিবার (২৪শে আগস্ট ২০২৪) অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস-এর সঙ্গে বৈঠক করেছেন বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) ও কমিউনিটি অর্গানাইজেশনের প্রতিনিধিরা।
বৈঠকে দেশের উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ- পূর্বাঞ্চলের ১১টি জেলায় ভয়াবহ বন্যা পরিস্থিতি মোকাবিলায় সকল বেসরকারি সংস্থাকে সমন্বিতভাবে কাজ করার জন্য তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টা। সেই লক্ষ্য বাস্তবায়নে কাজ করে চলেছে ব্র্যাক।
Leave a Reply