সাপ নিয়ে কিছু প্রবাদ ও কুসংস্কার (পর্ব-২)

শিবলী আহম্মেদ সুজন সাপের বিষ নামানো: এই অভিজ্ঞতা আমাদের অনেকের আছে, বা মনের দিক থেকেও আমরা প্রস্তুতই থাকি যে সাপে কাটলে সঙ্গে সঙ্গে সেই ক্ষতস্থানটুকু সজোরে বেঁধে দেহের বাকি অংশ থেকে আলাদা করে ফেলি। এ অবস্থার পরবর্তী পদক্ষেপ হলো ওঝা-কবিরাজ-বদ্যির শরণাপন্ন হওয়া। মাওলানা-মুনশি কিংবা পুরোহিত ডাকারও রেওয়াজ আছে। অলৌকিক ক্ষমতাসম্পন্ন অনেক বর্ষীয়ান ধর্মগুরু রয়েছেন, যাঁদের … Continue reading সাপ নিয়ে কিছু প্রবাদ ও কুসংস্কার (পর্ব-২)