মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০১:০১ পূর্বাহ্ন

ভূমি জরিপের দীর্ঘসূত্রিতা কাটানোর জরুরী নির্দেশ: ভূমি উপদেষ্টা হাসান আরিফ 

  • Update Time : বুধবার, ২৮ আগস্ট, ২০২৪, ৮.০০ পিএম
hasan arif advisor High Res

স্টাফ রিপোর্টার

ভূমি জরিপের দীর্ঘসূত্রিতা কাটাতে জরুরী নির্দেশ দিয়েছেন ভূমি উপদেষ্টা এ. এফ হাসান আরিফ। তিনি বিভিন্ন দেশের স্টাডির আলোকে ভূমি জরিপে স্বচ্ছতা আনার ওপর জোর দেন। যাতে প্রভাবশালীরা অসাধু উপায়ে জমি দখল না করতে পারে।

উপদেষ্টা জানান, ভূমি জরিপ কার্যক্রম দীর্ঘসূত্রিতার কারণে জনগণ প্রকৃত সুফল পাচ্ছেন না। স্থানীয় সরকার ও সমবায় এবং ভূমি উপদেষ্টা এ.এফ.হাসান আরিফ এজন্য জরিপ কার্যক্রমকে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার বিষয়ে জোর দেন।

তিনি জরিপ কার্যক্রমকে আরো ফলপ্রসূ করতে ভারত, থাইল্যান্ড, ইন্দোনেশিয়ার জরিপ প্রথা তুলনামূলক স্টাডির ফলাফলের আলোকে ভূমি মন্ত্রণালয় ও আওতাধীন সংশ্লিষ্ট সংস্থাকে জরুরি ব্যবস্থা নিতে নির্দেশনা দেন। নতুন দায়িত্বপ্রাপ্ত ভূমি উপদেষ্টা বুধবার ভূমি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রণালয় এবং আওতাধীন বিভিন্ন দপ্তর ও সংস্থার উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মত বিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এ সভায় স্বাগত বক্তব্যে ভূমি সচিব মো: খলিলুর রহমান মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রম তুলে ধরেন।


এ. এফ. হাসান আরিফ বিগত ২০০৮ সালের তুলনায় ২০২৪ সালে ভূমি ব্যবস্থাপনা কার্যক্রমে ইতিবাচক অগ্রগতি ও অর্জনের কথা তুলে ধরে বলেন, এ অর্জনকে ধরে রাখতে হলে ভূমি জরিপ ব্যবস্থা হয়রানিমুক্ত ও ভূমি বিষয়ক অপরাধের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। তিনি আরো বলেন, স্বচ্ছ, টেকসই ভূমি ব্যবস্থাপনা ও ভূমির সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে ভূমি সংক্রান্ত জনবান্ধব সেবা নিশ্চিত করতে হবে। তিনি বলেন, প্রতি বছর ভূমি জাল দলিলের মাধ্যমে অর্থ ও সময়ের অপচয়ের পাশাপাশি আইন আদালত অঙ্গনে মামলা জট সৃষ্টি হয়। এ ব্যপারে তিনি সূষ্ঠ ভূমি জোনিং ও কঠোর আইন প্রয়োগের ওপর গুরুত্বারোপ করেন।

ভূমি উপদেষ্টা বলেন, যে সব প্রভাবশালী ব্যক্তি অসৎ উপায়ে দেশের বিভিন্ন স্থানে অসংখ্য জমি-জমা কিনছে, তার সঠিক তথ্য দ্রুত নির্ণয়ে সমন্বিত ও প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে হবে। এতে করে ভূমি বিষয়ক দুর্নীতি অনেকাংশে হ্রাস পাবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

kjhdf73kjhykjhuhf
© All rights reserved © 2024